আজকাল ওয়েবডেস্ক: ফিল্ডিং করতে গিয়ে মারাত্মক চোট পেলেন নিউজিল্যান্ড পেসার ব্লেয়ার টিকনার।
প্রসঙ্গত, ওয়েলিংটনে বুধবার শুরু হয়েছে নিউজিল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট ড্র হয়েছে। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে মাত্র ২০৫ রানের অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। টিকনার নেন চার উইকেট। আর তিনিই পেলেন চোট। মাত্র ১৬ ওভার বল করে ৪২ রানের বিনিময়ে চার উইকেট পান তিনি।
ফিল্ডিং করতে গিয়ে বড়সড় চোট পান তিনি। স্ট্রেচারে মাঠ ছাড়েন। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা গেছে, বাউন্ডারি বাঁচাতে গিয়ে ড্রাইভ দিয়েছিলেন টিকনার। কিন্তু বিচ্ছিরভাবে পড়ে যান তিনি। নিজে উঠে দাঁড়াতে পারছিলেন না। জানা গেছে, তাঁর বাঁ কাঁধে চোট লেগেছে।
মাঠেই ছুটে আসেন টিমের মেডিক্যাল সদস্যরা। মাঠেই প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।
তাঁর চোট নিয়ে দলের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। তাই চোট কতটা গুরুতর তা বোঝা যায়নি। এদিকে, প্রথম দিনের শেষে নিউজিল্যান্ড তুলেছে বিনা উইকেটে ২৪ রান। উইকেটে রয়েছেন অধিনায়ক টম ল্যাথাম ও ডেভন কনওয়ে।
এর আগে ক্যারিবিয়ান ইনিংস শেষ হয় ২০৫ রানে। রান পান ওপেনার জন ক্যাম্পবেল (৪৪) ও ব্রেন্ডন কিং (৩৩)। শাই হোপ করেন ৪৮। আর কেউ রান পাননি। কিউয়ি পেসারদের মধ্যে টিকনার চার ছাড়াও তিন উইকেট নিয়েছেন মাইকেল রে।
