আজকাল ওয়েবডেস্ক: চলতি ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে সঞ্জু স্যামসনের ম্যাজিক চলছে না। তবুও অজিঙ্ক রাহানে মনে করেন, সঞ্জুর পাশে থাকা উচিত টিম ম্যানেজমেন্টকে। রানের মধ্যে নেই সঞ্জু। কিন্তু এই সময়ে লিডারশিপ গ্রুপের সাহায্য, পরামর্শ সঞ্জুকে ফর্ম ফিরে পেতে সাহায্য করবে। 

এখনও পর্যন্ত তিনটি ম্যাচে সঞ্জু স্যামসন ১৬ রান করেছেন। বিশ্বকাপের আগে যা চিন্তা বাড়াচ্ছে দলের। ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রাহানে বলেছেন, অধিনায়ক সূর্যকুমার যাদব ও টিম ম্যানেজমেন্টকে সঞ্জুর পাশে দাঁড়ানো উচিত। রাহানে বলেছেন, ''আমি নিশ্চিত ম্যানেজমেন্ট ও ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের পাশে রয়েছে। ও কোয়ালিটি খেলোয়াড়। নিজের উপরে আস্থা থাকা দরকার সঞ্জুর। ওর দক্ষতা রয়েছে। সেই দক্ষতার উপরে আস্থা দেখাতে হবে।'' 

রাহানে আরও বলছেন, ''ব্যাটার হিসেবে যেটা আমি অনুধাবন করেছি, তা হল আউট হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যাটারকে কুৎসিত দেখায়। এটা হতেই পারে। তবে সবটাই বিশ্বাসের উপরে নির্ভর করে রয়েছে। ব্যাপারটা হল, মাঠে নেমে পড়া, স্বাধীনভাবে খেলা এবং নিজের ওপর বিশ্বাস রাখা।'' 

অভিষেক শর্মা বর্তমানে যেভাবে ব্যাট করছেন, তাতে  সবার সঙ্গে তুলনায় চলে আসতে পারেন তিনি। রাহানে বলছেন, ''আমরা অভিষেক শর্মার কথা বলছি।তবে তুলনা করা উচিত নয়। সঞ্জুর দক্ষতা অন্যধরনের। ওর এখন  মাঠে নেমে নিজের পুরনো ইনিংসগুলোর কথা ভাবা, রাজস্থান রয়্যালসের হয়ে খেলা, তাঁর ভালো ইনিংসগুলোর কথা চিন্তা করা উচিত। অতি অবশ্যই নিজের স্বাভাবিক খেলাটা খেলা উচিত।'' 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলের হেডস্যর গৌতম গম্ভীরকে পরামর্শ দিয়ে রাহানে বলেছেন, তিনি যেন সোশ্যাল মিডিয়া বেশি না দেখেন। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ শশী থারুরের সঙ্গে গম্ভীরের কথোপকথনের প্রেক্ষিতেই এহেন মন্তব্য করেন রাহানে।

ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে রাহানে বলেন, এই মুহূর্তে গম্ভীরের উচিত সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলা। মানুষ কী বলছে বা লিখছে, সেদিকে মন না দিয়ে সামনে এগিয়ে আসা মেগা টুর্নামেন্টের প্রতি মনোযোগ দেওয়াই জরুরি।

রাহানের মতে, ভারতের কোচ হওয়া মানে বিশাল এক দায়িত্ব কাঁধে চাপা। নিজের খেলোয়াড়ী জীবনে রাহানে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকতেই পছন্দ করতেন।

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেগা টুর্নামেন্টের প্রতি ফোকাস রেখে প্রস্তুতি ও মানসিক স্থিরতা ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

নাগপুরে অনুষ্ঠিত ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে গম্ভীরের সঙ্গে সাক্ষাৎ করেন শশী থারুর।

পরে থারুর সোশ্যাল মিডিয়ায় গম্ভীরের নেতৃত্বগুণ ও মানসিক দৃঢ়তার প্রশংসা করে পোস্ট করেছিলেন। সেই পোস্টের উত্তরে গম্ভীর ব্যঙ্গ করে কোচ হিসেবে তাঁর ‘অসীম ক্ষমতা’ নিয়ে চলা চর্চা ও সমালোচনার প্রতি ইঙ্গিত করেন।

গম্ভীরের সঙ্গে রো-কোর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ভাসছে। টেস্ট ক্রিকেট থেকে তাঁদের অবসরের পর থেকেই নাকি তৈরি হয়েছে মতপার্থক্য। এমন খবরও ছড়িয়ে পড়েছে। অতীতে আইপিএলে গম্ভীর ও কোহলির মধ্যে সংঘাতের ঘটনা এই জল্পনাকে আরও উসকে দিয়েছে।

ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক অবশ্য বিশ্বকাপের আগে এহেন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, রোহিত ও কোহলি গম্ভীরের সঙ্গে যোগাযোগ রাখছেন।

ওয়ানডে দল, ম্যাচ পরিকল্পনা এবং ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে নিয়মিত আলোচনা চলছে বলেও জানান সীতাংশু কোটাক।