আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশকে টি–২০ বিশ্বকাপ থেকে বের করে দিয়েছে আইসিসি। এই সিদ্ধান্ত একেবারেই মানতে পারছে না পাকিস্তান। তারা বিশ্বকাপ বয়কট করবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত আগামী শুক্র বা সোমবার নেবে বলে জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি।


এদিকে, বাংলাদেশের এই সিদ্ধান্তকে একেবারেই মানতে পারছে না আইসিসি। এক ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে রীতিমতো তুলোধনা করেছে আইসিসি। বাংলাদেশ জানিয়েছিল, তারা নিরাপত্তার অভাব বোধ করায় ভারতে খেলতে আসতে পারবে না। আইসিসি নিজেদের রিপোর্টে উল্লেখ করেছে, গত বছর আরও বেশি নিরাপত্তার ঝুঁকি থাকা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফর করেছিল বাংলাদেশ।


এদিকে, টি–২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ যাওয়ায় উদ্বিগ্ন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা ডব্লিউসিএ। এই পরিস্থিতিতে ক্রিকেটারদের পাশে থাকার আশ্বাস দিয়েছে ক্রিকেটারদের বিশ্ব সংস্থা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন ডব্লিউসিএর চিফ এক্সিকিউটিভ টম মোফাট। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘টি–২০ বিশ্বকাপে বাংলাদেশের সরে যাওয়া এবং এর ফলে ২০ ওভারের ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্টে ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ দেশের অনুপস্থিতি উদ্বেগজনক। ক্রিকেটের পক্ষে এটা দুঃখজনক। বাংলাদেশের খেলোয়াড় এবং সমর্থকদের জন্যও দুঃখের। বিষয়টি নিয়ে গভীর ভাবে ভাবার প্রয়োজন রয়েছে। প্রতিটি দল এবং খেলোয়াড়ের সঙ্গে সম্মানজনক আচরণই ক্রিকেটকে আরও শক্তিশালী করতে পারে। যথাযথ এবং ধারাবাহিক সমর্থন প্রয়োজন। ন্যায্য শর্তে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত হওয়া উচিত। সব দলের অংশগ্রহণ এবং অবদানে প্রতিযোগিতা সফল হলে তবেই সেরা ক্রিকেট পাওয়া যায়।’


বিবৃতিতে তারা আরও বলেছে, ‘সম্প্রতি ক্রিকেটে এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। যা নিয়ে ডব্লিউসিএ উদ্বিগ্ন। চুক্তিকে সম্মান করা হচ্ছে না, অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। খেলোয়াড়দের সঙ্গে কর্তাদের আলোচনাও ইতিবাচক হচ্ছে না। এগুলি এক ধরনের অবহেলার ইঙ্গিত। যেগুলি ক্রিকেটে থাকা উচিত নয়। এ সব আসলে বিশ্ব পর্যায়ে খেলাটির বর্তমান পরিচালন কাঠামোর গুরুতর সমস্যাগুলিকেই চিহ্নিত করে। এই সব সমস্যা উপেক্ষিত থাকলে আস্থা, ঐক্য এবং আমাদের প্রিয় খেলাটির ভবিষ্যৎ দুর্বল হয়ে পড়বে।’


ক্রিকেটের স্বার্থে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে ক্রিকেটারদের বিশ্ব সংস্থা। ইতিবাচক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার পরামর্শ দেওয়া হয়েছে।