আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করল নিউজিল্যান্ড। অধিনায়ক মিচেল স্যান্টনার সহ পাঁচজন চোটগ্রস্থ ক্রিকেটারকে দলে রাখা হয়েছে। তবে নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপের আগে সবাই ফিট হয়ে যাবে। চোটের কবলে পড়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, মিচেল স্ট্যান্টনার, লকি ফার্গুসন এবং ম্যাট হেনরি। নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, তাঁরা রিহ্যাবের মধ্যে দিয়ে যাচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগে ফিট হয়ে যাবে।
চোট ছাড়াও ফার্গুসন এবং হেনরিকে বিশেষ পিতৃত্ব ছুটি দেওয়া হয়েছে। টি-২০ বিশ্বকাপের একটা অংশ মিস করতে পারে দু'জনেই। বিশ্বকাপ চলাকালীনই বাবা হবেন ফার্গুসন এবং হেনরি। নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, 'বিশ্বকাপ চলাকালীন বাবা হবেন ফার্গুসন এবং হেনরি। তাই ওদের সংক্ষিপ্ত ছুটি মঞ্জুর করা হয়েছে।' দলে সুযোগ পাননি টিম রবিনসন। গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করা সত্ত্বেও বাদ পড়েন। টপ অর্ডারে একাধিক ব্যাটার রয়েছে। তালিকায় আছেন ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র এবং টিম সেইফার্ট। এরা সকলেই বিশ্বকাপের দলে আছে। কোচ রব ওয়াল্টার বলেন, 'দলের ভারসাম্য গুরুত্বপূর্ণ। আমাদের দলে পাওয়ার এবং দক্ষতা দুটোই আছে। কোয়ালিটি বোলার আছে যারা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। তাছাড়া পাঁচজন অলরাউন্ডার আছে। অভিজ্ঞ দল। সবার উপমহাদেশে খেলার অভিজ্ঞতা আছে। যা মূল্যবান।' গ্রুপ ডিতে আফগানিস্তান, কানাডা, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড। ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করবে কিউয়িরা।
নিউজিল্যান্ডের টি-২০ বিশ্বকাপ দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জেকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, অ্যাডাম মিলনে ওয়েলিংটন, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি।
ট্রাভেলিং রিজার্ভ: কাইলি জেমিসন।
