আজকাল ওয়েবডেস্ক:‌ মহিলাদের টেস্ট ক্রিকেটে বিরল নজির গড়লেন ইংল্যান্ডের ব্যাটার ন্যাট সিভার–ব্র্যান্ট। ভেঙে দিলেন ২৬ বছরের পুরনো রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্লুমফনটেনে ১২৮ রানের ইনিংস খেলার মাঝেই রেকর্ড গড়লেন ৩২ বছরের ব্যাটার।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪৫ বলে ১২৮ রানের ইনিংস খেলার ফাঁকে ৯৬ বলে শতরান করেন ব্র্যান্ট। মহিলাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তাঁর এই শতরানই দ্রুততম। এর আগে রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার চামানি সেনেভিরত্নের। ১৯৯৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১০৬ বলে শতরান করেছিলেন তিনি। সেনেভিরত্নের ২৬ বছরের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ব্র্যান্ট। মহিলাদের টেস্টে দ্রুততম শতরানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের শেফালি ভার্মা। তিনি ২০২৪ সালে বেঙ্গালুরুতে ১১৩ বলে শতরান করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। 


এদিকে, ব্র্যান্ট ছাড়াও ইংল্যান্ডের হয়ে শতরান করেন ওপেনার মাইয়া বাউচার। তিনি ১২৬ রানের ইনিংস খেলেন। ৯ উইকেটে ৩৯৫ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেন ইংল্যান্ডের অধিনায়ক হেথার নাইট।