আজকাল ওয়েবডেস্ক: ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিলেন নিউজিল্যান্ড পেসার নিল ওয়াগনার। অর্থাৎ দেশের ঘরোয়া ক্রিকেটে আর খেলতে দেখা যাবে না ৩৯ বছর বয়সী পেসারকে। চলতি প্ল্যাঙ্কেট শিল্ডে নর্দার্ন ডিস্ট্রিক্ট বনাম ওটাগো ম্যাচটিই বাঁহাতি পেসারের শেষ ঘরোয়া ম্যাচ।
 
 শুক্রবার ইনস্টাগ্রামে নিজের অবসরের সিদ্ধান্ত জানান ওয়াগনার। সঙ্গে জানিয়েছেন এবার কাউন্টি ক্রিকেট ও অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগে খেলার দিকে মনোনিবেশ করবেন তিনি। 
 
 ঘরোয়া ক্রিকেটে এখনও অবধি ২১১ ম্যাচে ৮৪১ উইকেট নিয়েছেন ওয়াগনার। ইনিংসে পাঁচ উইকেট বা তার বেশি রয়েছে ৩৬ বার। আর দশ উইকেট নিয়েছেন দু’বার।
 
 নিউজিল্যান্ডের হয়ে টেস্টও খেলেছেন ওয়াগনার। তবে সাদা বলের ক্রিকেটে দেশের হয়ে খেলার সুযোগ হয়নি। দেশের হয়ে ৬৪ টেস্টে ওয়াগনার নিয়েছেন ২৬০ উইকেট। ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ৯ বার। সেরা বোলিং ৭/৩৯। রান রয়েছে ৮৭৫। তার মধ্যে একটি অর্ধশতরানও রয়েছে।
দেশের হয়ে ওয়াগনার শেষ টেস্ট খেলেছেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তারপর আর জাতীয় দলে সুযোগ হয়নি। আর অভিষেক হয়েছিল ২০১২ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
