আজকাল ওয়েবডেস্ক: পারলেন না ভারতের নীরজ চোপড়া। পাকিস্তানের আর্শাদ নাদিমও ব্যর্থ। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পয়নশিপে সোনা জিতলেন কেসহর্ন ওয়ালকট (৮৮.১৬ মিটার), রুপো ও ব্রোঞ্জ পেলেন যথাক্রমে অ্যান্ডারসন পিটার্স (৮৭.৩৮ মিটার) ও কার্টিস থম্পসন (৮৬.৬৭ মিটার)।

ভারতের নীরজ চোপড়া (৮৪.০৩ মিটার) অষ্টম স্থানে শেষ করেন। তার উপরে চতুর্থ স্থানে শেষ করেন ভারতের শচীন যাদব (৮৬.২৭ মিটার)। 
নীরজ বনাম আর্শাদ নাদিম লড়াই দেখার অপেক্ষায় ছিলেন সবাই। দুই প্রতিবেশি দেশের তারকা জ্যাভলিন থ্রোয়ার আগুন জ্বালাবেন এই প্রত্যাশায় ছিলেন ক্রীড়াপ্রেমীরা। কিন্তু এদিন কোনওটাই হল না।

আরও পড়ুন:  দুবাইয়ে উঁচু ক্যাচ ধরতে হার্দিকদের আর সমস্যা হচ্ছে না, এই সমস্যার সমাধান হল কীভাবে জেনে নিন

নীরজ চোপড়া শুরুটা করেন ৮৩.৬৫ মিটার ছুড়ে। অ্যান্ডারসন পিটার্স ৮৪.৫৯ মিটার ছোড়েন প্রথম থ্রোয়ে। আর্শাদ নাদিম প্রথম থ্রোয়ে ৮২.৭৩ মিটার পার করেন। ভারতের শচীন যাদব অবাক করে দেন প্রথম থ্রোয়ে। ৮৬.২৭ মিটার ছোড়েন তিনি। এটাই তাঁর ব্যক্তিগত সেরা থ্রো। প্রথম থ্রোয়ের শেষে শচীন যাদব দ্বিতীয় স্থানে ছিলেন। নীরজ ছিলেন পঞ্চম স্থানে। আর্শাদ সপ্তমে।  আর্শাদের দ্বিতীয় থ্রো ফাউল হয়। নীরজের দ্বিতীয় থ্রো প্রথমটার থেকে ভাল হয়। দ্বিতীয় থ্রোয়ে নীরজ ৮৪.০৩ মিটার ছোড়েন। প্রথম থ্রো দারুণ করার পরে দ্বিতীয় থ্রো ফাউল করেন শচীন। দ্বিতীয় থ্রোয়ের শেষে শচীন যাদব নেমে যান দ্বিতীয় থেকে চতুর্থ স্থানে। নীরজ নেমে যান আট নম্বরে। দ্বিতীয় দফার থ্রোয়ের পরে আর্শাদের পজিশন দশম। 

তৃতীয় থ্রো ফাউল করেন নীরজ। তৃতীয় থ্রোয়ে আর্শাদ ছোড়েন ৮২.৭৫ মিটার। তিনি দশম স্থানেই থেকে যান। শচীন যাদব ৮৫.৭১ মিটার ছোড়েন। আর্শাদ নাদিম ছিটকে যান চতুর্থ থ্রোয়ের পরে। তাঁর অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। পঞ্চম থ্রোয়ের পরে ভারতের দু'বারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া ছিটকে যান। ২০২১-এ টোকিওয় অলিম্পিকে সোনা জিতে ভারতীয় অ্যাথলেটিক্সে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ চোপড়া। সেই টোকিওতেই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভেলিন থ্রোর ফাইনালে পৌঁছলেও নীরজ পদক জিততে পারলেন না। 

কোয়ালিফিকেশন রাউন্ডে প্রথম থ্রোতেই ৮৪.৮৫ মিটার জ্যাভেলিন ছোড়েন নীরজ। কোয়ালিফিকেশন মার্ক ছিল ৮৪.৫০ মিটার। নীরজদের ‘এ’ গ্রুপে সেরা হন জার্মানির জুলিয়ান ওয়েবার (৮৭.২১ মিটার)। ‘বি' গ্রুপে অলিম্পিক চ্যাম্পিয়ন, পাকিস্তানের আরশাদ নাদিমকে ফাইনালে ওঠার জন্য তিনবার জ্যাভেলিন ছুড়তে হয়েছে। প্রথম দুই থ্রোয়ে নাদিম ছোড়েন ৭৬.৯৯ মিটার এবং ৭৪.১৭ মিটার। তৃতীয় প্রচেষ্টায় নাদিম ছোড়েন ৮৫.২৮ মিটার। দুই গ্রুপ থেকে মোট ১২ জন ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন। সামগ্রিকভাবে দশম স্থানে শেষ করে জ্যাভেলিন থ্রোয়ের ফাইনালে ভারতেরই শচীন যাদব। তাঁর সেরা থ্রো ছিল ৮৩.৬৭ মিটার।

আরও পড়ুন: এএফসি-২ খেলতে যাওয়ার আগে সমস্যায় মোহনবাগানের চার বিদেশি, গতবছরের ছবি এবারও ...