আজকাল ওয়েবডেস্ক: বিদেশের মাটিতে রান দরকার। লোকেশ রাহুলের সঙ্গে যোগাযোগ করুন।
ব্রিসবেনে দুর্দান্ত ৮৪ রানের পরে চর্চায় শুধুই লোকেশ রাহুল। চতুর্থ দিনের প্রথম বলে তাঁর ক্যাচ পেলেছিলেন স্মিভ স্মিথ। জীবন ফিরে পেয়ে রাহুল আরও ৫১ রান যোগ করেন। সব কিছু যখন নিস্তরঙ্গ, লোকেশ রাহুলের
সেঞ্চুরির জন্য যখন আবাহন হচ্ছে, ঠিক তখনই ছন্দপতন। স্লিপে স্মিথ দুর্দান্ত ক্যাচ ধরে ফেরান রাহুলকে।
কিন্তু বিদেশের মাটিতে বিশেষ করে অস্ট্রেলিয়ার বাউন্স নির্ভর পিচে ভয়ঙ্কর অজি বোলারদের সামলানোর টোটকা বিরাট-রোহিতকে দিতেই পারেন লোকেশ রাহুল।
তাঁর ইনিংস প্রশংসিত হচ্ছে সর্বত্র। বিশেষজ্ঞরা তাঁর প্রশংসা করছেন। বিদেশের মাটিতে বিরাট কোহলির থেকেও তিনি ভারতের বড় বাজি। ইরফান পাঠান টুইট করলেন, ''বিদেশের মাটিতে রানের প্রয়োজন হলে কেএল রাহুলকে কল করুন।''
চেতেশ্বর পূজারা জানালেন, ব্রিসবেনের পিচে মোটেও জুজু নেই। লোকেশ রাহুলই দেখিয়ে দিলেন এই পিচ মোটেও ব্যাটারদের বধ্যভূমি নয়। পূজারা বলছেন, ''কেএল দেখিয়ে দিল তুমি যদি নিজেকে প্রযোগ কর, তাহলে ভাল ব্যাট করতে পারবে। এটা ভাল পিচ, এখানে রান আছে। এমন পিচ নয় যে এখানে বাঁচা যাবে না বা ভাল ব্যাট করা যাবে না। নতুন বলের উপরে নজর রাখতে হবে। লোকেশ রাহুল সেটাই দেখিয়ে দিল।''
সঞ্জয় বাঙ্গারের মতো প্রাক্তন ক্রিকেটার লোকেশ রাহুলের ব্যাটিংয়ের প্রশংসা করে বলছেন, ''অফস্টাম্পের বাইরের বহু ডেলিভারি লোকেশ রাহুল ছেড়ে দিয়েছে। বোলারদের অন্য কিছু করতে বাধ্য করেছে। বলকে ধাওয়া করেনি, অফস্টাম্পের বাইরের বল যখন মেরেছে, জোরেই মেরেছে। এক কথায় দুর্দান্ত ইনিংস। দু'দলের ব্যাটারদের মধ্যে রাহুলই স্ট্যান্ড আউট পারফর্মার। অফস্টাম্পের বাইরের বল কীভাবে খেলতে হয়,সেই দৃষ্টান্ত তৈরি করল রাহুল।''
