আজকাল ওয়েবডেস্ক: শিবাজি গাঙ্গুলি অ্যাকাডেমি মাইন্ড অ্যান্ড বডির পরিচালনায় দু'দিনব্যাপী জাতীয় ওপেন ফুল কন্ট্যাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ শুরু হল। ১৬টি রাজ্য থেকে প্রায় ৫০০ জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশ নিয়েছে। সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের ইন্ডোর অডিটোরিয়ামে এই টুর্নামেন্ট চলে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের ডেপুটি কনসাল জেনারেল কাতসুনরি আশিদা। এছাড়াও ছিলেন অভিনেতা ঈশান গাঙ্গুলি এবং সমাজসেবিকা নন্দিনী ভট্টাচার্য। সংস্থার পক্ষ থেকে বিশেষ অতিথিদের উত্তরীয়, পুষ্পস্তবক এবং মেমেন্টো দিয়ে বিশেষ সম্মান জানানো হয়। অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলন করে টুর্নামেন্টের শুভ সূচনা করেন। তাঁদের হাত দিয়েই শিবাজি গাঙ্গুলির ওপর লেখা বইয়েরও আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে ক্যারাটে শেখার উপযোগিতার কথাও তুলে ধরা হয়।
