আজকাল ওয়েবডেস্ক: আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি২০ বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপে খেলার সুযোগ পেল নামিবিয়া এবং জিম্বাবোয়ে। আফ্রিকার দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপ খেলার সুযোগ পেল তারা। আফ্রিকা আঞ্চলিক যোগ্যতা অর্জন পর্বের সেমিফাইনালে কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে জিম্বাবোয়ে। ১৭ নম্বর দেশ হিসাবে টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল জিম্বাবোয়ে। বাকি থাকল আর তিনটি দেশ।
আরও পড়ুন: ৩১৯৯ দিন পর দেশের মাটিতে শতরান রাহুলের, বড় রানের দিকে এগোচ্ছে ভারত
এটা ঘটনা, জিম্বাবোয়ের আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে ১৬টি দেশ। বাকি তিনটি দেশ আসবে এশিয়া–প্যাসিফিক যোগ্যতা অর্জন পর্ব খেলে। সেই পর্ব শুরু ৮ অক্টোবর থেকে ওমানে। জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, ওমান, পাপুয়া নিউ গিনি, কাতার, সামোয়া এবং আমিরশাহির মধ্যে লড়াই হবে তিনটি জায়গার জন্য।
আরও পড়ুন: বিতর্কিত মন্তব্যের সাফাই দিলেন মির, কী বললেন প্রাক্তন পাক অধিনায়ক জানুন ...
এটা ঘটনা, টি২০ বিশ্বকাপে আয়োজক দেশ হিসাবে খেলবে ভারত এবং শ্রীলঙ্কা। এছাড়া আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস, ইতাইলি এবং নামিবিয়া যোগ্যতা অর্জন করেছে। এবার করল জিম্বাবোয়ে। বাকি থাকল আর তিন দেশ।
