আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর দু'সপ্তাহও বাকি নেই। আইসিসি মার্কি ইভেন্টে অস্ট্রেলিয়া দলে ছিলেন তিনি। কিন্তু সবাইকে অবাক করে আচমকা অবসর নিয়ে বসলেন মার্কাস স্টোইনিস। বৃহস্পতিবার একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন অজি অলরাউন্ডার। এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তেমনই ঘোষণা করা হয়। জানানো হয়েছে, টি-২০ ক্রিকেটে ফোকাস করার জন্যই ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন স্টোইনিস। আকস্মিক অবসরে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাঁর পরিবর্তে অন্য একজনের নাম ঘোষণা করতে হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া একটি বিবৃতিতে স্টোইনিস জানান, 'অস্ট্রেলিয়ার হয়ে একদিনের ক্রিকেট খেলার প্রতিটা মুহূর্ত স্মরণীয় ছিল। গ্রিন এবং গোল্ডে প্রত্যেক মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। সর্বোচ্চ পর্যায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে সম্মানের। আমি সারা জীবন মনে রাখব। এই সিদ্ধান্ত সহজ ছিল না। তবে আমার মনে হয়, একদিনের ক্রিকেট থেকে সরে গিয়ে কেরিয়ারের পরবর্তী পর্যায় ফোকাস করার এটাই আদর্শ সময়। আমার সঙ্গে রনের (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) সম্পর্ক খুব ভাল। ও আমাকে সর্বত্র সাহায্য করেছে। পাকিস্তানে আমি দলের হয়ে গলা ফাটাব।'
৭৪টি একদিনের আন্তর্জাতিকেই এই অধ্যায়ে ইতি টানলেন তারকা অলরাউন্ডার। স্টোইনিসের দশ বছরের কেরিয়ারের শুরুটা হয়েছিল ২০১৫ সালে। ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেন। সেই সফরেই নিজের প্রথম টি-২০ ম্যাচ খেলেন। পরের একদিনের ম্যাচে সুযোগ পেতে এক বছর অপেক্ষা করতে হয়। ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১৪৬ রান করার পাশাপাশি ৩ উইকেট তুলে নেন। ২০২৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন স্টোইনিস। ২০১৮-১৯ সালে একদিনের ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটার হন। গত এক দশকে অস্ট্রেলিয়ার একদিনের ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ অঙ্গ ছিলেন। চোটের জন্য আগে থেকেই নেই মিচেল মার্শ। ছিটকে যেতে পারেন প্যাট কামিন্স এবং জস হ্যাজেলউড। এই পরিস্থিতিতে স্টোইনিসের অবসর ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে বড় ধাক্কা। চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলে চারটে বদল করতে হবে। ১২ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত দল জমা দিতে হবে। অস্ট্রেলিয়ার গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।
