আজকাল ওয়েবডেস্ক: মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই। ইতিমধ্যেই, কেকেআরের তরফে সরকারি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আইপিএল স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হচ্ছে মুস্তাফিজুরকে।
কিন্তু বোর্ডের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মদনলাল। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিযোগ করেছেন, আইপিএলের আগে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য কার্যত চাপ দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে।
এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিসিআইও চাপের মুখে পড়েছিল। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে মদন লাল জানান, এই ঘটনা খেলাধুলার মধ্যে রাজনীতির অনুপ্রবেশের ইঙ্গিত দিচ্ছে।
কিন্তু এই ধরনের ঘটনায় শেষ পর্যন্ত খেলোয়াড়রাই অন্যায্যভাবে ক্ষতিগ্রস্ত হন। তাঁর দাবি, কেকেআর এবং দলের অন্যতম কর্ণধার শাহরুখ খানের ভূমিকা নিয়ে বাড়তি নজরদারির পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে রাজনৈতিক ও ক্রীড়া মহলেও।
এই প্রেক্ষাপটেই মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সামনে আসে বলে মনে করা হচ্ছে। কলকাতা নাইট রাইডার্সের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, বিসিসিআই-এর নির্দেশের প্রেক্ষিতেই মুস্তাফিজুরকে রিলিজ করা হয়েছে।
ফিজকে ছেড়ে দেওয়া হলেও তাঁর পরিবর্ত হিসেবে অন্য কোনও খেলোয়াড়কে তারা নিতে পারে। মুস্তাফিজুরের পরিবর্তে কোন খেলোয়াড়কে কেকেআর নিতে চলেছে সেই ব্যাপারে এখনই কোনও ইঙ্গিত দেয়নি কেকেআর।
তবে দিনকয়েকের মধ্যেই মুস্তাফিজের বিকল্প কে, তা পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছিল।
সেখানে নাইট-ভক্তরা লিখেছিলেন, বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুরকে কেকেআর খেলালে নাইটদের বয়কট করা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুস্তাফিজকে নিয়ে প্রতিবাদের ঢেউ উঠেছিল।
এই প্রেক্ষিতে এদিন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কড়া অবস্থান নেয়। কেকেআর-কে জানিয়ে দেওয়া হয়, মুস্তাফিজুরকে রিলিজ করে দিতে হবে।
তার পরই অত্যন্ত দ্রুততার সঙ্গে কলকাতা নাইট রাইডার্স জানিয়ে দেয়, তারা ছেড়ে দিচ্ছে বাংলাদেশের তারকা ক্রিকেটারকে। নিলামে তাঁকে ৯ কোটি ২০ লাখ টাকায় মুস্তাফিজকে নিয়েছিল কেকেআর কর্তৃপক্ষ।
আইপিএলে পরীক্ষিত বাংলাদেশের তারকা ক্রিকেটার। এবারের নিলামে তাঁকে পাওয়ায় কেকেআরের বোলিং বিভাগ শক্তিশালী হয়েছিল। এখন কেকেআর তাঁর বিকল্প হিসেবে কাকে দলে নেয় সেটাই দেখার।
২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকে ভারত–পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক আর নেই। ২০০৯ সাল থেকেই পাকিস্তানের ক্রিকেটারদের আর আইপিএল খেলার অনুমতি দেয়নি বিসিসিআই।
এবার বাংলাদেশের ক্রিকেটারকেও ছেড়ে দেওয়া হল। বিভিন্ন মহল থেকে বিসিসিআইয়ের উপর চাপ আসছিল। বোর্ডের এক কর্তা সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘বিষয়টি আমাদের হাতে নেই। বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএল খেলতে পারবেন না, এমন কোনও নির্দেশ কেন্দ্রীয় সরকার আমাদের দেয়নি। তাই এই বিষয় নিয়ে মন্তব্য করা সম্ভব নয়।’ কিন্তু শনিবার সকালেই বিসিসিআই মুস্তাফিজুরকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল। কেকেআরও জানিয়ে দিল তাদের অবস্থান।
