আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার আইপিএল ভবিষ্যৎ কী? হিটম্যানকে নিয়ে নিত্য নতুন জল্পনা। আইপিএলের নতুন মরশুমে কলকাতা নাইট রাইডার্স-এর জার্সিতে নাকি তাঁকে দেখা যাবে। 

যদিও কোনও ফ্র্যাঞ্চাইজিই এই খবরের সত্যতা স্বীকার করেনি। মুম্বই ইন্ডিয়ান্স বুদ্ধিমত্তার সঙ্গে এক পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টের মাধ্যমে রোহিত শর্মার আইপিএল ভবিষ্যতে সিলমোহর বসিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। 

?ref_src=twsrc%5Etfw">October 30, 2025

কী লিখল মুম্বই ইন্ডিয়ান্স? তারা লিখেছে, সান উইল রাইজ টুমরো এগেইন, ইয়ে তো কনফার্ম হ্যায়--বাট অ্যাট নাইট...। 

আরও পড়ুন: ১৭ বছরের তরুণ অজি প্রতিভাকে শ্রদ্ধা, মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে কালো ব্যাজ পরে নামলেন দুই দলের

যার তর্জমা করলে দাঁড়ায় সূর্য কালও উদিত হবে, এটা তো নিশ্চিত..তবে রাতে। এ তো শুধু মুস্কিল নয়, অসম্ভব। 

অর্থাৎ মুম্বই পোস্ট করে বুঝিয়ে দিল রোহিত শর্মা কোথাও যাচ্ছেন না। তিনি থেকে যাচ্ছেন মুম্বইতেই। 

উল্লেখযোগ্য ভাবে রোহিতের ভাগ্য যেদিন জানিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, সেই দিনই কলকাতা নাইট রাইডার্স সরকারি ভাবে ঘোষণা করল, অভিষেক নায়ার তাদের হেড কোচ। 

রোহিত ও নায়ারের বন্ধুত্বের কথা সর্বজনবিদিত। জাতীয় দলের প্রাক্তন সহকারী কোচ ছিলেন তিনি। এপ্রিলে জাতীয় দলের সহকারী কোচের চাকরি ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন। এবার হেড কোচের পদে তাঁর উত্তরণ ঘটল। 

২০১১ সালের আইপিএল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলে চলেছেন রোহিত শর্মা। আইপিএল ২০১৩ সালের মাঝামাঝি সময়ে মুম্বইয়ের নেতৃত্ব গ্রহণ করেন হিটম্যান। সেই বছর চ্যাম্পিয়ন হয় মুম্বই। তার পরে ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়। গত তিন মরশুম ধরে সময়টা ভাল যাচ্ছে না মুম্বই-এর। নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় রোহিত শর্মাকে। তাঁর পরিবর্তে হার্দিক পাণ্ডিয়াকে ক্যাপ্টেন করা হয়। তার পর থেকে তিনিই মুম্বই ইন্ডিয়ান্সের নেতা। 

আরও পড়ুন: ২০১৮ সাল থেকে রয়েছেন এই ফ্র্যাঞ্চাইজিতে, কলকাতা নাইট রাইডার্সের নতুন হেড কোচ অভিষেক নায়ার