আজকাল ওয়েবডেস্ক: মাত্র দশ মিনিটের মধ্যে তিন গোল করে মহমেডানকে হারিয়ে লিগ টেবলে পাঁচ নম্বরে উঠে এল মুম্বই সিটি। রবিবার নিজেদের ঘরের মাঠে রীতিমতো দাপুটে ফুটবল খেলে চলতি লিগের সাত নম্বর জয়টি পায় তারা। এই জয়ের ফলে ১৭ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট অর্জন করল মুম্বই। 
এ দিন ৭১ মিনিট পর্যন্ত মুম্বইকে আটকে রাখার পর ৭২ মিনিটে গৌরব বোরার আত্মঘাতী গোলে পিছিয়ে যায় মহমেডান। এর ছ’মিনিট পর ব্যবধান বাড়ান মুম্বইয়ের তারকা উইঙ্গার ছাংতে। ৮২ মিনিটে ক্রোমা গোল করে  ব্যবধান ৩-০ করেন। 

এ দিন প্রথমার্ধে মুম্বই সিটির আক্রমণকে বেশিরভাগই নেতৃত্ব দেন বিপিন সিং। বেশি সময় নষ্ট না করে নিজেদের ছন্দে নিয়ে চলে আসে তারা। বিপিন সিংকে ১৮-গজের বক্সের মধ্যে একটি সোজা পাস দেন বিক্রম প্রতাপ সিং, যা মহমেডানের রক্ষণভাগে চিড় ধরায়। কিন্তু বিপিনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। 

এর মিনিট খানেক পর ফের আক্রমণ মুম্বইয়ের। বিপিনের শট বাঁচান সাদা-কালো গোলকিপার পদম ছেত্রী। 

মহমেডান পাল্টা আক্রমণ শানায়। ফ্রাঙ্কার শট লক্ষ্যভ্রষ্ট হয়। 

গোটা প্রথমার্ধে মুম্বই একাধিকবার মহমেডানের হোলমুখে আক্রমণ শানায়। কিুন্তু সাদা-কালো ব্রিগেড ভেঙে পড়েনি চাপের মুখে। 

দ্বিতীয়ার্ধে ছাঙতে বুঝিয়ে দেন যে, হোম টিম প্রথমার্ধের মতো একই তীব্রতায় খেলার পরিকল্পনা নিয়ে নেমেছেন। 

৭২ মিনিটে গৌরব বোরার আত্মঘাতী গোল। ৭৮ মিনিটে ছাংতে ২-০ করেন। 

মহমেডান নিজেদের বক্সে খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে মুম্বইয়ের আক্রমণ আটকানোর চেষ্টা করেন। ৮২ মিনিটে ক্রোমা ৩-০ করেন।