আজকাল ওয়েবডেস্ক: আমেরিকায় ছুটি কাটাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। খুব ঘনিষ্ঠ কিছু বন্ধু রয়েছেন মাহির সঙ্গে। ২০২৫ আইপিএলে তাঁকে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনা চললেও ধোনি কিন্তু আমেরিকায় খোশমেজাজে রয়েছেন। ধোনির বন্ধু হীতেশ সাঙ্ঘভি ইনস্টাগ্রাম একটি ভিডিও পোস্ট করেছেন। যে ছবিতে দেখা যাচ্ছে, বন্ধুদের সঙ্গে বিমানে মিশিগান যাচ্ছেন ধোনি। সেখানে গিয়ে ন্যাশনাল ফুটবল লিগের ম্যাচ দেখার কথা ধোনির।
এর আগে চেন্নাই পেসার তুষার দেশপাণ্ডে ধোনির প্রশংসা করেছিলেন। ২০২৩ সালে চেন্নাইয়ের আইপিএল জয়ে দেশপাণ্ডের বড় ভূমিকা ছিল। সেবার আইপিএলের শুরুতে ছন্দে ছিলেন না দেশপাণ্ডে। কিন্তু ধোনির কথায় তিনি অনুপ্রেরণা পান। তারপর ছন্দে ফেরেন।
প্রসঙ্গত, ২০২৩ আইপিএলে চেন্নাইয়ের একাধিক পেসার চোটের কবলে ছিলেন। তার মধ্যে বেন স্টোকস, দীপক চাহার, সিমারজিত সিংদের নাম উল্লেখযোগ্য। কিন্তু দেশপাণ্ডে, পাথিরানা, আকাশ সিংরা দলকে আইপিএল জিততে সাহায্য করেছিলেন। দেশপাণ্ডের কথায়, ‘আমাকে মাথা ঠাণ্ডা রাখার কথা বলেছিল মাহি ভাই। দর্শকদের কথা ভাবতে বারণ করেছিল। নিজের সেরাটা দিতে বলেছিল।’
