আজকাল ওয়েবডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তানে। সেই পাকিস্তানে খেলতে গিয়েই রক্তাক্ত হলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার রাচীন রবীন্দ্র। কিউয়ি তারকার এহেন আঘাতের জন্য গদ্দাফি স্টেডিয়ামের নৈশালোককেই দায়ী করা হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড তীব্র সমালোচিত। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উঠে গেল প্রশ্ন। কয়েকদিন পরেই পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। নৈশালোকের হাল যদি এমন হয়, তাহলে তো ক্রিকেট মাঠে বিপন্ন হবেন তারকারা। ঠিক যেমন হলেন রাচীন রবীন্দ্র। 

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের ৩৮-তম ওভারের ঘটনা। খুশদিল শাহের মারা শট স্কোয়ার লেগে দাঁড়ানো রাচীন রবীন্দ্রর দিকে ছুটে যায়। গদ্দাফি স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোর সমস্যায় বলের গতিপথ বুঝতে পারেনি রাচীন রবীন্দ্র। ফলে খুশদিল শাহের মারা দারুণ গতিতে ছুটে আসা বল আছড়ে পড়ে রাচীন রবীন্দ্রর কপালে। রক্ত ঝরতে থাকে তাঁর কপাল থেকে। দ্রুততার সঙ্গে চিকিৎসকরা রাচীন রবীন্দ্রর শুশ্রুষা করেন। 

রাচীন রবীন্দ্রর এহেন চোট দেখার পরে নেটদুনিয়ায় প্রবল আলোড়ন তৈরি হয়েছে। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ''পাকিস্তানের মাঠে আন্তর্জাতিক ম্যাচ করার অনুমতি কীভাবে দিল আইসিসি? খেলোয়াড়দের নিরাপত্তার দিকটা মাথায় রাখা উচিত সবার আগে। পাকিস্তান যদি সেই নিরাপত্তা দিতে না পারে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি দুবাইয়ে সরিয়ে নেওয়া উচিত।''

আরেক ভক্ত লিখেছেন, ''পিসিবি মাঠের নৈশালোকের উন্নতি ঘটাক। মন্দ আলোর জন্য রাচীন রবীন্দ্র বল বুঝতে পারেননি। তার ফলে চোখের কাছে আঘাত পান। আশা করি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে।'' 

বেশিরভাগ ভক্তই রাচীন রবীন্দ্রর এহেন চোটের জন্য দুষছেন গদ্দাফি স্টেডিয়ামের নৈশালোককে। অনেকেই বলছেন, রাচীন রবীন্দ্র যথেষ্ট ভাল ফিল্ডার। পাকিস্তান দলে এমন ফিল্ডারও নেই। সেই ফিল্ডার ক্যাচ ধরার সময়ে বল বুঝতে পারলেন না? এটা হয়েছে মন্দ আলোর জন্য।''