আজকাল ওয়েবডেস্ক: রিচা ঘোষকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করেছে রাজ্য সরকার। ইডেনে সিএবির সংবর্ধনা মঞ্চে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ক্রীড়া দফতর এবং রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় ডিএসপি-র চাকরি। বিশ্বকাপজয়ী রিচার হাতে তুলে দেওয়া হয় সোনার চেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফ থেকে দেওয়া হয় সোনার ব্যাট-বল এবং ৩৪ লক্ষ টাকার চেক। মেয়েদের বিশ্বকাপ ফাইনালে ৩৪ রান করেছিলেন রিচা। সেই কারণেই সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে এই অভিনব উদ্যোগ সিএবির। এছাড়াও দেওয়া হয় একটি ক্রিস্টালের স্মারক, উত্তরীয়, ফুলের স্তবক এবং মিষ্টি।
এবার রিচাকে সংবর্ধিত করবে মোহনবাগানও। ১৫ জানুয়ারি তাঁকে সম্মানিত করা হবে। এদিকে উত্তরবঙ্গে তৈরি হবে ক্রিকেট স্টেডিয়াম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘোষণা করেন। স্টেডিয়ামের নামকরণ হবে রিচা ঘোষের নামে। মমতা বলেন, ''তিনি আরও বলেন, 'ওর উদ্দেশ্যে আমরা এখানে একটা ক্রিকেট স্টেডিয়াম করতে চাই। এখানে চাঁদমারি বাগানে প্রায় ২৭ একর জমি আছে। আমি মেয়রকে বলব, ওটা ক্রিকেট স্টেডিয়াম করার জন্য। এই ক্রিকেট স্টেডিয়ামটা রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক। এতে মানুষ ওর পারফরম্যান্সটা মনে রাখবে এবং অনেকে ভবিষ্যতে অনুপ্রাণিত হবে।''
বিশ্বকাপ ফাইনালে রিচা মনে করিয়ে দেন মহেন্দ্র সিং ধোনির কথা। দেশের ক্রিকেটে উল্কার মতো উত্থান রিচার। মাত্র পাঁচ বছর বয়সে উইকেটকিপার বাবার হাত ধরে মাঠে যেতেন রিচা। ধৈর্য ধরে বসে খেলা দেখতেন। সুযোগ পেলেও এক শটে মাঠের বাইরে বল পাঠাতেই পারতেন না। সেই রিচা এখন পরিণত। তাঁর পাওয়ারহিটিং দেখে মুগ্ধ হয়েছিলেন নবি মুম্বইয়ের দর্শকরা। বিশ্বজয়ের পরে রিচা ঘোষ সংবর্ধিত হচ্ছেন। এবার মোহনবাগান ক্লাব তাঁকে সম্মানিত করবে।
