আজকাল ওয়েবডেস্ক: আগামী ১১ জানুয়ারি আইএসএলের দ্বিতীয় লেগের কলকাতা ডার্বি। প্রথম লেগের ডার্বিতে সহজ জয় পেয়েছিল মোহনবাগান। তবে এবারের ডার্বির আগে ইস্টবেঙ্গল অনেক গোছানো। সে কথা স্বীকার করে নিচ্ছেন ফুটবলাররাও। তবে রাজ্য প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা না দিতে পারার কারণে যুবভারতী থেকে সরে গিয়েছে ডার্বি। কোথায় ম্যাচ হবে তা এখনও সরকারি ভাবে ঘোষণা করেনি আইএসএল। সূত্রের খবর, গুয়াহাটিতে মুখোমুখি হতে পারে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ম্যাচ কলকাতার বাইরে হলে যেতে পারবেন না অনেকেই। সমর্থকদের কথা ভেবে এবার নয়া ভাবনা মোহনবাগানের ফ্যান ক্লাব আল্ট্রাসের।

 

এদিন সোশ্যাল মিডিয়ায় আল্ট্রাস মোহনবাগানের তরফে জানানো হয়, আগামী ১১ জানুয়ারি ক্লাব লনে জায়েন্ট স্ক্রিনে দেখানো হবে কলকাতা ডার্বি। মোহনবাগান ক্লাবে একসঙ্গে বসেই বড় ম্যাচের মজা নিতে পারবেন সমর্থকরা। বড় পর্দায় ডার্বির সাক্ষী থাকতে পারবেন সকলেই। অবাধ প্রবেশের ব্যবস্থা করা হয়েছে ক্লাব চত্বরে। বাইরে ম্যাচ হলে যেহেতু অনেকেই যেতে পারেন না সে কারণে ভালই ভিড় হবে এমনটাই আশা করা যাচ্ছে। হায়দরাবাদের ম্যাচের পর থেকেই ডার্বি মুডে এসে গিয়েছে সবুজ মেরুন। বড় ম্যাচের আগে ফিট হওয়ার আপ্রাণ চেষ্টায় পেত্রাতোস এবং স্টুয়ার্ট।

 

রবিবার ফিজিওর সঙ্গে টানা অনুশীলন করে গিয়েছেন দুই তারকা ফুটবলার। অন্যদিকে, বড় ম্যাচে গোল পাওয়ার আশায় রয়েছেন জেসন কামিংস। নতুন কোচ অস্কার ব্রুজোর অধীনে ইস্টবেঙ্গলও এখন অনেক গোছানো টিম। এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আইএসএলেও ভাল পারফর্ম করেছেন দিয়ামানতাকোসরা। ১১ জানুয়ারির আগে ইতিমধ্যেই ডার্বির রেশ দেখা যাচ্ছে ময়দানে। আর বড় পর্দায় ভার্চুয়াল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করায় উৎসাহ বাড়ছে সমর্থকদের মধ্যেও।