আজকাল ওয়েবডেস্ক: ঘরের ছেলের ঘরে ফেরা। মোহনবাগানে ফিরলেন কিয়ান নাসিরি। এক বছর পর আবার সবুজ মেরুন জার্সিতে খেলতে দেখা যাবে জামশিদ পুত্রকে। বেশ কিছুদিন হল কানাঘুষো শোনা যাচ্ছিল। কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু সই বাকি ছিল। এবার মোহনবাগানের চুক্তিপত্রে সই করে দিলেন কিয়ান। জামশিদ নাসিরির পুত্র এর আগে সবুজ মেরুন জার্সিতে আইএসএলের ডার্বিতে হ্যাটট্রিক করেছিলেন। কিন্তু তারপরেও নিয়মিত প্রথম একাদশে সুযোগ পেতেন না। জুয়ান ফেরান্দোর আমলে রিজার্ভ বেঞ্চে বসেই কেটে যায় সময়। হ্যাটট্রিক সত্ত্বেও পরিবর্ত ফুটবলার হিসেবে তাঁকে শেষদিকে নামাতেন ফেরান্দো। যার ফলে গেম টাইম পাচ্ছিলেন না কিয়ান। মূলত এই কারণেই মোহনবাগান ছেড়ে পাড়ি দেন চেন্নাইয়ে। কিন্তু দক্ষিণের ক্লাবে এক বছর কাটিয়ে আবার ঘরে ফিরলেন।
পুরোনো ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করতে পেরে খুশি কিয়ান। মোহনবাগান দিয়েই পেশাদার ফুটবলে পা রেখেছিলেন। তাই শতাব্দীপ্রাচীন ক্লাবের সঙ্গে আলাদা আবেগ জড়িয়ে আছে। চুক্তিপত্রে সইয়ের পর কিয়ান বলেন, 'আবার কলকাতায় ফিরে ভাল লাগছে। সুযোগ পেলে নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করব। এই ক্লাবেই আমার প্রথম খেলা শুরু। সেই জন্যই এই ক্লাবের প্রতি আমার একটা আলাদা আবেগ আছে।' কিয়ানের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের চুক্তি তিন বছরের। ২০২৮ সাল পর্যন্ত সবুজ মেরুন জার্সিতে দেখা যাবে হ্যাটট্রিকবয়কে।
