আজকাল ওয়েবডেস্ক: 'চুনী গোস্বামী আমার সুপার হিরো ছিল।' কিংবদন্তির জন্মবার্ষিকীতে মোহনবাগান ক্লাবে এসে জানালেন সৈয়দ কিরমানি। সবুজ মেরুনের হয়ে ফুটবলের পাশাপাশি সমানতালে ক্রিকেটও খেলেন চুনী গোস্বামী। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে মোহনবাগানের ক্রিকেট পরিকাঠামোর উদ্বোধন করলেন তারকা ক্রিকেটার। গোল পোস্টের পেছনে তিনটে ক্রিকেট পিচ করা হয়েছে। পিচের উদ্বোধন করলেন কিরমানি।‌ দেশের সর্বকালের সেরা উইকেটকিপারকে হাতের নাগালে পেয়ে উইকেটের পেছনে দেখা যাবে না, সেটা কি হয়! গ্লাভস নেই, নেই বলও। কিন্তু উইকেটের পেছনে পোজ দিলেন কপিল দেবের বিশ্বকাপজয়ী দলের সদস্য। তারপর অমর একাদশের মূর্তিতে মাল্যদান করেন। 

চুনী গোস্বামীর সঙ্গে আলাপ করার সুযোগ হয়েছিল। কিন্তু একসঙ্গে কোনওদিন খেলেননি। এদিন প্রয়াত কিংবদন্তির স্ত্রী বাসন্তী গোস্বামীর অনুপস্থিতিতে প্রাক্তন ভারতীয় উইকেটকিপার জানান, নিজের খেলোয়াড় জীবনে চুনী গোস্বামীকে হিরোর সম্মান দিতেন। কিরমানি বলেন, 'চুনী গোস্বামীর অবদান কথায় ব্যাখ্যা করা যাবে না। মোহনবাগানের হয়ে ফুটবল, ক্রিকেট খেলেছেন। তাঁর জন্মবার্ষিকীতে মোহনবাগানের ক্রিকেট পরিকাঠামোর উদ্বোধন করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। ক্রিকেটজীবনে চুনী গোস্বামীর নাম শুনতাম। আমাদের সময়ের নায়ক ছিলেন উনি। দেশের হয়েও ক্রিকেট খেলতে পারতেন। তাঁর মতো কিংবদন্তি ক্লাবকে এবং দেশকে সম্মান এনে দিয়েছে।' 

প্রত্যেক বছর ১৫ জানুয়ারি মোহনবাগানের ক্রিকেট ডে হিসেবে পালিত হবে। কিরমানির উপস্থিতিতে মোহনবাগানের ক্রিকেট অধিনায়ক সহ সবুজ মেরুনে খেলা ক্রিকেটারদের সংবর্ধিত করা হয়। এই তালিকায় ছিলেন সম্বরণ ব্যানার্জি, দেব মুখার্জি, পলাশ নন্দী, প্রণব নন্দী, জলি সরকার, প্রণব রায়, দেবু মিত্র, শরদিন্দু মুখার্জি প্রমুখ। উপস্থিত থাকতে পারেননি রাজু মুখার্জি, অরুণলাল, মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদাররা‌। মোহনবাগানের সাম্মানিক সদস্যপদ তুলে দেওয়া হয় কিরমানির হাতে। বেঙ্গালুরুতে তাঁর আত্মজীবনী প্রকাশিত হয়েছে। এবার কলকাতায় মোহনবাগান তাঁবুতে নিজের বই প্রকাশ করার ইচ্ছাপ্রকাশ করেন প্রাক্তন তারকা। মোহনবাগানের সংগ্রহশালায় রাখার জন্য বাগান সচিব দেবাশিস দত্তের হাতে নিজের আত্মজীবনী তুলে দেন কিরমানি। বলে সই করেন ক্রিকেট তারকা। অনুষ্ঠান শেষে মোহনবাগানের লাইব্রেরি ঘুরে দেখেন। বুধবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি কুণাল ঘোষ, সচিব দেবাশিস দত্ত, ফুটবল সচিব স্বপন ব্যানার্জি সহ কর্মসমিতির সদস্যরা।