আজকাল ওয়েবডেস্ক: চলতি মরশুমে আইএসএলের প্রথম ডার্বির আগেই ঘোষিত হয়ে গেল দ্বিতীয় ডার্বির দিনক্ষণ। ১১ জানুয়ারি ফিরতি লেগে মুখোমুখি হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল। দ্বিতীয় ডার্বি সবুজ মেরুনের হোম ম্যাচ। বুধবার আইএসএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হল। এর আগে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রথম পর্বের সূচি প্রকাশ করা হয়েছিল। ১ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগের প্রথম মিনি ডার্বি। মুখোমুখি হবে মোহনবাগান এবং মহমেডান। ১৬ ফেব্রুয়ারিতে আরেক মিনি ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং মহমেডান। তিনটে ম্যাচই যুবভারতী ক্রীড়াঙ্গনে‌ হবে। আসন্ন ১৯ অক্টোবর আইএসএলের প্রথম ডার্বি। তার দু'দিন আগেই প্রকাশিত হল আরও একটি বড় ম্যাচের তারিখ। 

নতুন বছরে মোহনবাগান ম্যাচ দিয়ে আইএসএল শুরু। ২ জানুয়ারি ঘরের মাঠে কলকাতার প্রধানের প্রতিপক্ষ হায়দরাবাদ। এরপর সরাসরি ডার্বিতে নামবে সবুজ মেরুন। ৩ জানুয়ারি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে মহমেডান স্পোর্টিং‌য়ের অ্যাওয়ে ম্যাচ। ৬ জানুয়ারি ইস্টবেঙ্গল খেলবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। খেলা যুবভারতীতে। নতুন বছরে ১৫ জানুয়ারি মহমেডানের প্রথম হোম ম্যাচ। প্রতিপক্ষ চেন্নাই। আগামী বছর প্রথম সপ্তাহান্তে বর্তমান লিগ টেবিলের সেরা তিন দলকে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। প্রথম সপ্তাহেই নামবে বেঙ্গালুরু, পাঞ্জাব এবং জামশেদপুর। ১২ মার্চ পর্যন্ত গ্রুপ পর্বের ম্যাচ চলবে। তারপর শুরু হবে প্লে অফ। সেই পর্বের সূচি এখনও প্রকাশিত হয়নি। নতুন বছর নতুন ঘরের মাঠ পেতে চলেছে নর্থ ইস্ট। ৭ জানুয়ারি থেকে শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে খেলবে ডুরান্ড চ্যাম্পিয়নরা।‌ আইএসএলের সব ম্যাচ স্পোর্টস ১৮ এ সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও সম্প্রচার হবে জিও সিনেমায়।