আজকাল ওয়েবডেস্ক: দিন পাঁচেক আগেই মরশুমের প্রথম ট্রফি জিতেছে মোহনবাগান। দীর্ঘ ২২ বছর পর ক্লাবতাঁবুতে এসেছে আইএফএ শিল্ড। এবার লক্ষ্য সুপার কাপ। গত কয়েক বছরে এটাই একমাত্র ট্রফি, যা এখনও জিততে পারেনি শতাব্দীপ্রাচীন ক্লাব। কিন্তু এবার সুযোগ রয়েছে। সদ্য শিল্ড জেতায় আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোসরা। বৃহস্পতিবার গোয়ায় পৌঁছে গিয়েছে হোসে মোলিনার দল। প্রথম দিন হোটেলে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় জেসন কামিন্সদের। ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। খেলার মান অতি উন্নত না হলেও, ঘরে ট্রফি ঢুকেছে। এটাই সুপার কাপের আগে শুভাশিস অ্যান্ড কোম্পানিকে চাঙ্গা করার জন্য যথেষ্ট। 

কোচ মোলিনা জানিয়ে দিলেন, দলের প্রস্তুতি ভাল জায়গায় রয়েছে। সুপার কাপ ছুঁয়ে দেখার জন্য তাঁরা প্রস্তুত। মোলিনা বলেন, 'আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। গত কয়েক সপ্তাহে আমরা বেশ কিছু ম্যাচ খেলেছি। ফুটবলাররা খুশি এবং আত্মবিশ্বাসী। দলে কোনও চোট-আঘাতের সমস্যা নেই। আমরা প্রতিনিয়ত উন্নতি করছি। মরশুমের প্রথম দিক, অর্থাৎ ডুরান্ড কাপের থেকে আমরা ভাল জায়গায় আছি। তবে আরও বেশি ম্যাচ খেলতে হবে। আমি সুপার কাপ নিয়ে আশাবাদী।' শনিবার চেন্নাইন এফসি‌‌র বিরুদ্ধে যাত্রা শুরু মোহনবাগানের। কিন্তু বিপক্ষে কোনও বিদেশি নেই। সবে এক সপ্তাহ হল প্র্যাকটিস শুরু করেছে। কোচের দায়িত্বে ক্লিফার্ড মিরান্ডা। এই অবস্থায় মোলিনার দলকেই ফেভারিট ধরা যায়। বিপক্ষ সম্বন্ধে হোমওয়ার্ক করলেও, বাগান কোচের দাবি, ম্যাচটা যথেষ্ট কঠিন হবে। মোলিনা বলেন, 'আমি নিশ্চিত ওরা প্রতিপক্ষ হিসেবে কঠিন হবে। ভারতে কোনও কিছুই সহজে জেতা যায় না। সব ম্যাচই কঠিন। ওদের সম্বন্ধে কিছু তথ্য আমি পেয়েছি। ওরা এখনও কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি। বিদেশি নেই। তবে বেশ কিছু ভাল ফুটবলার রয়েছে। আমরা ওদের হারাতে নিজেদের সেরাটাই দেব।' 

শিল্ড জিতলেও সব বিভাগেই জোর দিতে চান মোলিনা। জানান, আগের তুলনায় ফিটনেসে উন্নতি‌ হয়েছে। বছর দুয়েক আগে মোহনবাগানের সহকারী কোচ ছিলেন ক্লিফোর্ড। সেই দলের অনেকেই বর্তমান দলে রয়েছে। এটা কি চেন্নাইকে বাড়তি সুবিধা দেবে? এই প্রসঙ্গে খুব একটা খুশি নন বাগান কোচ। মোলিনা বলেন, 'আমি জানি না। প্রত্যেক সাংবাদিক সম্মেলনে এইধরনের প্রশ্ন আসে। কারা সুবিধা পাবে, কারা পাবে না, সেটা কাল দেখা যাবে। আমি প্লেয়ারদের নিয়ে আত্মবিশ্বাসী। আমরা ম্যাচের জন্য তৈরি।' আত্মবিশ্বাসের সুর অনিরুদ্ধ থাপার গলায়ও। শিল্ড জয় যে মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে, জানাতে দ্বিধা করলেন না। থাপা বলেন, 'আমরা উত্তেজিত এবং খুশিও। ইতিবাচক মনোভাব নিয়ে নামব। আমরা ভাল খেলে ট্রফি জিততে চাই।' তাঁর পুরোনো দলের বিরুদ্ধে ম্যাচ। অতীত ভুলে বর্তমান দলকে তিন পয়েন্ট এনে দিতে চান থাপা।‌ ডিফেন্সিভ ব্লকার হিসেবে আপুইয়ার সঙ্গে জুটি জমে গিয়েছে অনিরুদ্ধের। বাগানের মিডিও মনে করেন, দু'জনের খেলার ধরণ একইরকম। এভাবে চলতে থাকলে, বাগানে আরও ট্রফি এনে দেওয়ার বিষয়ে আশাবাদী থাপা। আইএসএল লিগ শিল্ড, আইএসএল কাপ জিতলেও এখনও অধরা সুপার কাপ। এবার সেটা ছোঁয়াই লক্ষ্য টিম মোলিনার।