আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের ফাইনালের পর মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারতীয় দল। নিজেই ট্রফি নিয়ে চলে যান এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পিসিবির প্রধান। এখনও চ্যাম্পিয়নশিপ ট্রফি পায়নি টিম ইন্ডিয়া। তাঁর বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দায়ের করার হুমকি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই তাঁকে এসিসির পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে। এই ঘটনায় প্রশাসক হিসেবে নাকভির নাম খারাপ হয়েছে। জানা যাচ্ছে, শেষমেষ ট্রফি সংযুক্ত আরব আমিরশাহি বোর্ডকে ফিরিয়ে দিয়েছেন নাকভি। তবে সেই ট্রফি টিম ইন্ডিয়াকে কীভাবে পৌঁছে দেওয়া হবে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। 

পিসিবির প্রধানের বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, পদ ছাড়তে হতে পারে তাঁকে। ভারতীয় দলকে ট্রফি না দিয়ে হাঁটা মারেন এসিসির প্রধান। এবার তাঁকে একটি পদ বেছে নিতে বলা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে থেকে একটি পদ বেছে নিতে বলা হয়েছে। মনে করা হচ্ছে দুটো দিক তিনি সামলাতে পারছেন না। এশিয়া কাপের ফাইনালের ঘটনার পর শহিদ আফ্রিদি তাঁকে একটি পদ থেকে ইস্তফা দেওয়ার দাবি তোলেন। এই দুটো পদ ছাড়াও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নাকভি। জয় শাহ আইসিসিতে যাওয়ার পর এই পদে আসেন তিনি। এশিয়া কাপে পাকিস্তান রানার্স হলেও ভারতের কাছে তিনবার হারে। যার ফলে পিসিবির দূরদর্শিতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর বোর্ড পরিচালনা নিয়েও প্রশ্ন উঠেছে। 

নাকভি প্রসঙ্গে আফ্রিদি বলেন, 'আমি নাকভি সাহেবকে বলতে চাই, তুমি দুটো গুরুত্বপূর্ণ পদে আছো। দুটো কাজেই পর্যাপ্ত সময় দরকার। স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে পিসিবি আলাদা। তাই সেটাকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। এটা একটা বড় সিদ্ধান্ত। যত তাড়াতাড়ি সম্ভব নিতে হবে। পাকিস্তান ক্রিকেটের বিশেষ সময় লাগবে। নাকভি তাঁর পরামর্শদাতাদের ওপর পুরোপুরি নির্ভর করতে পারবে না। তাঁরা কোনওদিকে নিয়ে যাচ্ছে না। উনি নিজেই বলেন, ক্রিকেট সম্বন্ধে বিশেষ কিছু জানেন না। তাঁকে এমন পরামর্শদাতা রাখতে হবে, যারা ক্রিকেট সম্বন্ধে জানে।' এখানেই থেমে থাকেননি আফ্রিদি। এমনকী পাকিস্তানের আর্মি প্রধানের কাছেও আবেদন করেন যাতে ক্রিকেটের স্বার্থে একটি পদ ছাড়ার সিদ্ধান্ত নেন পিসিবির প্রধান।