আজকাল ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ক্রিকেট মাঠে ফিরিয়েছেন মহম্মদ সিরাজ। একাধিক ফুটবলারকে সিআরসেভেনের সেলিব্রেশন নকল করতে দেখা যায়। এবার ক্রিকেটেও সেই চল চালু করেন ভারতীয় তারকা। উইকেট পেলেই 'সিউ'সেলিব্রেশন ফিরিয়ে আনেন বাইশ গজে। একাধিকবার তার সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। কিন্তু কেন হঠাৎ রোনাল্ডোর গোল উৎসব যাপনের ভঙ্গি নকল করলেন সিরাজ? তার খোলসা করলেন, আইপিএলে গুজরাট টাইটান্সের সতীর্থ জস বাটলার। 'লাভ অফ ক্রিকেট' পডকাস্টে বাটলার বলেন, 'ওর হারকিউলিয়ান প্রচেষ্টা। আমি গুজরাটে ওর সঙ্গে খেলেছি। সেখানে প্রথম উইকেটের ক্ষেত্রে কেউ ক্যাচ নিয়েছিল। আমি ওর রোনাল্ডো সেলিব্রেশনের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু ও আমাকে বলে, কাউকে বোল্ড করলে তবেই ও এই সেলিব্রেশন করে। তাই টেস্টে ওর পারফেক্ট ফিনিশ ছিল। স্ট্যাম্পে হিট করে নিজের পছন্দসই সেলিব্রেশন করে।' 

এর আগে খোদ সিরাজও একবার 'সিউ' সেলিব্রেশন নিয়ে মুখ খোলেন। অনুপ্রেরণার কথা জানান। সিরাজ বলেছিলেন, 'আমি কাউকে ক্লিন বোল্ড করলে,‌ তখনই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেলিব্রেশন করি। ক্যাচ বা এলবিডব্লিউয়ের ক্ষেত্রে করি না। আমি ওর কর্মসংস্কৃতির সম্মান করি। সেই কারণে আমি ওর সেলিব্রেশন নকল করি। যে রুটিন মেনে ও চলে, যেভাবে ধারাবাহিকভাবে পারফর্ম করে, সেটা আমার ভাল লাগে। ওর মধ্যে একটা হার না মানা মনোভাব রয়েছে। রোনাল্ডো সর্বকালের সেরা প্লেয়ার।' 

৩৭৪ রান তাড়া করতে নেমে মাত্র ৬ রানে হারে ইংল্যান্ড। ৫ উইকেট নেন সিরাজ। যার সুবাদে সিরিজে সময় ফেরায় ভারত। পঞ্চম দিনের শুরুতে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান। ভারতের ৪ উইকেট। কিন্তু সিরাজের সামনে দাঁড়াতেই পারেনি কেউ। দিনের শুরুতেই ফেরেন জেমি স্মিথ এবং জেমি ওভার্টন। সৌজন্যে সিরাজ। সোমবার ২৫ বল করে ৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। অন্য প্রান্তে চোট পাওয়া ক্রিস ওকসকে নিয়ে দাঁত কামড়ে উইকেটে পড়ে থাকা গাস অ্যাটকিনসনকেও ফেরান ভারতীয় পেসার। তাঁকে বোল্ড করা মাত্র সিরিজে সমতা ফেরে। যশপ্রীত বুমরার ক্ষেত্রে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য পাঁচ টেস্টের মধ্যে তিনটেতে খেলানো হচ্ছে। কিন্তু অন্যদিকে টানা পাঁচটি টেস্টেই খেলেছেন সিরাজ। শুধু তাই নয়, একটানা করেছেন লম্বা স্পেল। সিরিজে মোট ১৮৫.৩ ওভার বল করেন। ওভাল টেস্ট জয়ের পর সিরাজ বলেন, 'প্রথম দিন থেকে পঞ্চম টেস্টের পঞ্চম দিন পর্যন্ত আমরা লড়াই করেছি। ভগবান আমার জন্য ভাল কিছু লিখে রেখেছিল। সেই কারণে আমি দলকে ম্যাচ জেতাতে সাহায্য করতে পেরেছি এবং শেষ উইকেটও নিয়েছি। আমার এদিন ঘুম থেকে উঠেই মনে হয়েছিল, আমার পক্ষে এটা করা সম্ভব। আমি গুগল থেকে একটা ছবি ডাউনলোড করি, যাতে লেখা 'বিশ্বাস'। এটাই আমাকে সেরাটা দিতে উদ্বুদ্ধ করেছে। টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন। ম্যাচের সেরা হন সিরাজ।