আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হল। মহম্মদ সামি ফিরলেন দলে। তিনজন পেসারকে দলে নেওয়া হয়েছে। বাদ পড়লেন মহম্মদ সিরাজ। রোহিত শর্মার দলে তিন পেসার বুমরা, সামি এবং অর্শদীপ সিং। 

কিন্তু অর্শদীপ সিং কেন দলে? ব্যাখ্যা দিলেন অধিনায়ক রোহিত শর্মা। ভারত অধিনায়ক বললেন, ''বুমরা খেলতে পারবে কি পারবে না, এ নিয়ে আমরা দ্বিধা দ্বন্দ্বে ছিলাম। আমরা ভেবেছিলাম এমন একজনকে নেওয়া উচিত যে নতুন বলে বল করতে পারবে। আবার পরের দিকেও বল করতে পারবে। সেই কারণেই অর্শদীপকে আমরা নিয়েছি। যে পরের দিকেও বল করতে পারবে। সামি নতুন বল নিয়ে কী করতে পারে, আমরা সবাই দেখেছি।'' 

কিন্তু মহম্মদ সিরাজকে জায়গা হারাতে হল কেন? রোহিত বলছেন, ''নতুন বলেই সিরাজ কার্যকর। বল পুরনো হয়ে গেলে সিরাজের কার্যকারিতা কমে যায়। সিরাজকে বাদ পড়তে হল, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। কিন্তু আমাদের কিছু করার নেই। নির্দিষ্ট ভূমিকা পালন করতে পারবে যারা, তাদেরই দলে নেওয়া হয়েছে। আমরা যাদের নিয়েছি, তারা নতুন বল, মাঝের ওভারে এবং শেষের দিকেও ভাল বোলিং করার ক্ষমতা রাখে। এই তিন জন বোলারকে দিয়ে আমরা কাজ চালিয়ে নিতে পারব বলেই আশা রাখি।''