আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজে নিজেকে নিংড়ে দেওয়ার পরেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে জায়গা হয়নি মহম্মদ সিরাজেরচ্যাম্পিয়ন্স ট্রফির দলে সিরাজ নেই কেন, তা নিয়ে কম চর্চা হয়নিঅস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে রোহিতের হাত থেকে নেতৃত্ব কেড়ে নেওয়ার পরে মুখ খুলেছেন তারকা পেসার

মহম্মদ সিরাজ বলছেন, ''তিনটি ফরম্যাটে ভাল করব, এই আত্মবিশ্বাস আমার ছিল। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছে। প্রচণ্ড গরম ছিল ওখানে। সেখানে বেশি স্পিনারদেরই দরকার ছিল। সেই কারণেই আমাকে দলে নেওয়া হয়নি। রোহিত ভাই আমাকে বলেছিল, স্পিনারদেরই বেশি কাজে লাগানো হবে। বেঞ্চে বসিয়ে রাখার জন্য আমাকে নিয়ে যেতে চায়নি রোহিত ভাই। আমাকে রোহিত ভাই বলেছিল, পরিবারের সঙ্গে সময় কাটাতে। প্র্যাকটিস চালিয়ে যেতে এবং ফিটনেস নিয়ে কাজ করতে। ইংল্যান্ডে পাঁচটি টেস্ট ম্যাচ খেলে আসার পরেই অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ। ফলে বিশ্রামের সুযোগ ছিল''

ইংল্যান্ডের বিরুদ্ধে আগুনে ফর্মে ছিলেন মহম্মদ সিরাজ। গোটা সিরিজে ১৮৬ ওভার বল করে ২৩টা উইকেটও তুলে নিয়েছিলেন। কিন্তু এশিয়া কাপের ভারতীয় দলে সুযোগ পাননি। যদিও সেই আক্ষেপ মিটতে পারে আইসিসির স্বীকৃতিতে। আইসিসি’র বিচারে আগস্ট মাসের সেরা বোলার হয়েছেন সিরাজ

ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের দ্বিতীয় সেশন‌ চলছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম সেশনেই ধরাশায়ী ক্যারিবিয়ানরা।‌ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোস্টন চেজ। কিন্তু শুরুতেই ধাক্কা খায়। ২৫ ওভারের শেষে ৫ উইকেটে ৯৫ রান ক্যারিবিয়ানদের। ইংল্যান্ডে যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকে শুরু করেন মহম্মদ সিরাজ। প্রথম সেশনে তিন উইকেট তুলে নেন তারকা পেসার। চলতি বছর টেস্টে ৩০ উইকেট সংগ্রহ করে ফেলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা দেশগুলোর মধ্যে প্রথম বোলার হিসেবে এই নজির গড়লেন সিরাজছাপিয়ে গেলেন মিচেল স্টার্ককেক্যালেন্ডার বছরে অস্ট্রেলিয়ান‌ তারকার ২৯ উইকেট ছিল।

রোহিতের নেতৃত্ব যে টলমল তা বোঝাই গিয়েছিল। অনেকেই দেওয়াললিখন পড়ে ফেলেছিলেন। অস্ট্রেলিয়া সিরিজে তাঁর হাতে উঠবে না নেতৃত্বের আর্মব্যান্ড। শনিবার সেটাই হল। দল ঘোষণা হয়ে গেল অস্ট্রেলিয়া সিরিজের। বিদেশের মাটিতে এই সিরিজ থেকেই শুভমান গিল হচ্ছেন ওয়ানডে-র নতুন অধিনায়ক। 

কিন্তু রোহিতের হাত থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হল কেন? নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর এর পিছনের কারণ দর্শিয়েছেন। তিনি বলেছেন, ''তিনটি ফরম্যাটে তিন অধিনায়ক একেবারে অসম্ভব ব্যাপার। পরিকল্পনা করাও অসম্ভব একপ্রকার। ওয়ানডে ফরম্যাট সব চেয়ে কম খেলা হবে। ২০২৭ বিশ্বকাপ হতে আর দুই বছর বাকি। খুব বেশি ওয়ানডে আমরা খেলব না। টি-টোয়েন্টি ফরম্যাটেই সবাই ফোকাস রাখবে। ওয়ানডে বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। নতুন অধিনায়ককে সময় দিতে হবে।''

ওয়ানডে ফরম্যাটে রোহিত শর্মার হাতে আর নেতৃত্বের ব্যাটন না থাকলেও দলে জায়গা পেয়েছেন মুম্বইকর। বিরাট কোহলিও দলে জায়গা পেয়েছেন। তবে নেতৃত্ব হিটম্যানের হাতে না থাকায় আশঙ্কা করা হচ্ছে, জাতীয় দলের দরজাও ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে তাঁর জন্য।

রোহিত শর্মার কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেওয়ার পরে একে একে মুখ খুলেছেন সবাই। এবার সিরাজ জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলগঠন অধ্যায় নিয়ে।  

আরও পড়ুন: ঘনঘন ভারত-পাক ম্যাচ আয়োজন বন্ধ হোক, আইসিসি-কে কড়া বার্তা প্রাক্তন তারকার