আজকাল ওয়েবডেস্ক: জাতীয় দলে ফের উপেক্ষিতই থেকে গেলেন মহম্মদ সামি। অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করা হয়েছে। সেই দলে জায়গা হয়নি বঙ্গপেসারের। ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারতের অস্ট্রেলিয়া সফর। সামি এখনও পুরোদস্তুর ফিট হলেন না? জাতীয় দলে ডাক না পেলেও সামি কিন্তু ঘরোয়া ক্রিকেটে খেলছেন। দলে জায়গা না পাওয়া প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন সামি।
তিনি বললেন, ''অস্ট্রেলিয়া সিরিজে জায়গা না হওয়ায় আমার প্রতিক্রিয়া জানতে চান সবাই। আমি একটা কথাই বলতে চাই, নির্বাচিত হওয়া, না-হওয়া আমার হাতে নেই। এটা নির্বাচক কমিটি, কোচ ও অধিনায়কের উপরে নির্ভর করে। তাঁরা যদি মনে করতেন, আমাকে দরকার রয়েছে, তাহলে আমাকে ওঁরা নিতেন। অথবা যদি মনে করতেন, আরও একটু সময় দেওয়ার দরকার রয়েছে, সেটাও তাঁদেরই হাতে। আমি তৈরি, প্র্যাকটিসও করছি।''
আরও পড়ুন: অবসর ঘোষণা আলবার, মেসি বললেন, 'এবার আমায় কে পাস বাড়াবে?'
ভক্তদের আশ্বস্ত করে সামি বলেছেন, ''আমার ফিটনেস ভাল জায়গায় রয়েছে। আমি দলীপ ট্রফি খেলেছি। আমি স্বচ্ছন্দ্য বোধ করছি, আমার ছন্দ ভাল রয়েছে, প্রায় ৩৫ ওভারের কাছাকাছি বোলিং করেছি। ফিটনেস নিয়ে কোনও সমস্যাই নেই।''
সামি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হলেও ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া মনে করেন, বঙ্গপেসারের দলে জায়গা পাওয়া ক্রমশ কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আকাশ চোপড়া বলেছেন, ''এটা ভাল লক্ষ্মণ নয়। এখন যদি ওর নাম নিয়ে আলোচনা না হয়, তাহলে জাতীয় দলে ওর জায়গা পাওয়ার সম্ভাবনা ক্রমশ কমে যাচ্ছে।''
১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলার রঞ্জি ট্রফি অভিযান। উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ বাংলার। সামি শুরু করবেন বলেই মনে করা হচ্ছে। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেছেন, ''ছয়-সাত দিন আগে আমি সামির সঙ্গে কথা বলেছিলাম। সেই সময়ে বাংলার হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিল সামি। ফলে বাংলার প্রথম ম্যাচে সামিকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।''
এদিকে জাতীয় দলে হর্ষিত রানাকে নেওয়া প্রসঙ্গে তোপ দেগেছেন তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত। হর্ষিত রানা কেন ভারতীয় দলে? এই প্রশ্ন তুলে দিলেন নির্বাচকমণ্ডলীর প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণমাচারি শ্রীকান্ত। অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন হর্ষিত রানা। এর জন্য টিম ম্যানেজমেন্টকে দুষেছেন শ্রীকান্ত। তাঁর দাবি ভারতীয় দলের হেডস্যর গৌতম গম্ভীরের ইয়েসম্যান হিসেবে পরিচিত রানা।
সেই কারণেই তাঁর জায়গা হয়েছে। শ্রীকান্ত বলেছেন, ''এই ধরণের নির্বাচন ক্রমাগত করে তারা খেলোয়াড়দেরকেই বিভ্রান্ত করছে। এমনকী আমরাও প্রতিদিন নিশ্চিত নই যে কী হবে নির্বাচন। হঠাৎ যশস্বী জয়সওয়াল আসে এবং পরের মুহূর্তে সে আর থাকে না। স্থায়ী সদস্য হিসেবে কেবল একজনই আছে - হর্ষিত রানা। কেউ জানে না কেন ও দলে আছে। বারবার দল পরিবর্তন করে, তারা খেলোয়াড়দের আত্মবিশ্বাস নষ্ট করছে।'' হর্ষিত রানা দলে স্থায়ী সদস্য হিসেবে থেকে যান কিচু না করেই। আর রোহিত শর্মার মতো খেলোয়াড়ের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হয়। ভারতের ওয়ানডে দলে অধিনায়ক বদলের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে রোহিত শর্মা যুগের। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর নিশ্চিত করেছেন, শুভমান গিলের হাতে তুলে দেওয়া হয়েছে ভারতীয় ওয়ানডে দলের নেতৃত্ব। রোহিত এখনও সক্রিয় ক্রিকেটার হলেও, বোর্ডের মতে সময় এসেছে ভবিষ্যতের পরিকল্পনা শুরু করার।
আরও পড়ুন: 'নিজেদের প্রমাণ করো..' রো-কো জুটিকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত টিকে থাকার টোটকা প্রাক্তন সতীর্থের
