আজকাল ওয়েবডেস্ক: অবশেষে এসআইআর শুনানিতে হাজির হলেন মহম্মদ সামি। এর আগেও একবার ডাক পেয়েছিলেন। কিন্তু ম্যাচ চলায় হাজিরা দিতে পারেননি। মঙ্গলবার যাদবপুরের বিজয়গড়ে শুনানিতে হাজির হলেন। এখান থেকেই সরাসরি কল্যানিতে বাংলা দলের সঙ্গে যোগ দেবেন। এর আগেও এসআইআর শুনানিতে ডাক পড়েছিল তারকা ক্রিকেটারের। তবে সামি জানান, হাজিরা দিতে পারবেন না।
সামি কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার। কিন্তু প্রথমবার এসআইআর শুনানিতে ডাক পড়ার সময় রাজকোটে বাংলার হয়ে খেলতে ব্যস্ত ছিলেন। তাই শুনানিতে হাজিরা দিতে পারেননি। পরিবারের তরফে জানানো হয়েছিল, যাদবপুরের কার্জননগর স্কুলের শুনানিতে ডাকা হয়েছিল সামিকে। একইসঙ্গে জানানো হয়, খেলা শেষে বাড়ি ফেরার পর নির্বাচন কমিশনের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে যাবতীয় নথি জমা দেবেন। ৮ জানুয়ারি পর্যন্ত রাজকোটে ছিলেন সামি। ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেন। ৯ থেকে ১১ জানুয়ারির মধ্যে এসআইআর প্রক্রিয়ায় হাজিরা দেওয়ার সুযোগ ছিল। কিন্তু পারেননি। বৃহস্পতিবার থেকে সার্ভিসেসের বিরুদ্ধে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ বাংলার। সেই ম্যাচে খেলবেন সামি। তার আগে সময় করে যোগ দিলেন শুনানিতে।
দীর্ঘদিন জাতীয় দল থেকে ব্রাত্য সামি। চোট সারিয়ে বাংলা দলে ফিরে সাফল্য পেলেও জাতীয় দলের দরজা খোলেনি। অজিত আগরকর, গৌতম গম্ভীরের তালিকায় নেই তিনি। নিউজিল্যান্ড সিরিজের দল নির্বাচনের আগে সবার নজর ছিল মহম্মদ সামির দিকে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে আর একদিনের ক্রিকেটে দেখা যায়নি তাঁকে।বেশ কয়েকদিন ধরে জাতীয় দল থেকে ব্রাত্য। ফিট হওয়া সত্ত্বেও বারবার উপেক্ষিত হতে হচ্ছে। উঠছে প্রশ্ন। বিজয় হাজারে ট্রফির প্রথম চার ম্যাচে আট উইকেট নেন সামি। হার্দিকের অনুপস্থিতিতে বড় ভূমিকা নিতে পারতেন। কিন্তু নিউজিল্যান্ড সিরিজেও তাঁর কপাল খোলেনি।
