আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গলের মাঝমাঠে ভরসা জোগাতে শহরে হাজির মহম্মদ রশিদ। বৃহস্পতিবার মধ্যরাতে দমদম বিমানবন্দরে নামেন প্যালেস্টাইনের মিডফিল্ডার। তাঁকে স্বাগত জানাতে হাজির ছিল সমর্থকের দল। জেট ল্যাগ থাকা সত্ত্বেও হাসিমুখে ফ্যানদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন রশিদ। আইএসএলে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই ইস্টবেঙ্গলের। তাই এবার অনেক আগে থেকে ঘর গোছাতে কোমর বেঁধে নেমে পড়েন কর্তারা। বিদেশি নিশ্চিত হয়ে গিয়েছে। কথাবার্তা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। এবার মিগুয়েল ফিগুয়েরা, মহম্মদ রশিদ এবং কেভিন সিবিলেকে সই করাল ইস্টবেঙ্গল। ৮ নম্বর জার্সিতে দেখা যাবে ব্রাজিলীয় মিডিও মিগুয়েলকে। ৭৪ নম্বর জার্সি পড়বেন রশিদ। ৬ নম্বর জার্সিতে খেলবেন কেভিন।
তিনজনের মধ্যে একমাত্র রশিদ কলকাতায় পা রেখেছেন। প্যালেস্টাইনের জাতীয় দলের হয়ে নজর কাড়েন। গতবছর এএফসি এশিয়ান কাপে দলকে শেষ ষোলোয় উঠতে সাহায্য করেন। রক্ষণাত্মক মিডফিল্ডারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ইন্দোনেশিয়ায় সুপার লিগের দল পারসিবায়া সুরাবায়া থেকে ইস্টবেঙ্গলে যোগ দিলেন তিনি। তাঁদের হয়ে ৩৩টি ম্যাচ খেলেন। ৬টি গোল করেন। রক্ষণের পাশাপাশি আক্রমণেও সাহায্য করতে পারেন। কলকাতায় এসে রশিদ বলেন, 'লাল হলুদ পরিবারে যোগ দিতে পেরে আমি খুশি। আমি ক্লাবকে ট্রফি জিততে সাহায্য করতে চাই। কলকাতায় খেলার জন্য আর তর সইছে না। ইস্টবেঙ্গল সমর্থকদের খুশি করতে চাই।'

ডুরান্ড কাপ থেকেই রশিদকে খেলতে দেখা যাবে। কয়েকদিনের মধ্যেই চলে আসার কথা মিগুয়েলেরও। ব্রাজিলীয় ঐতিহ্যবাহী টুর্নামেন্টে খেলবে। ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত। মিগুয়েল বলেন, 'আইকনিক ক্লাবে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। কোচ অস্কার ব্রুজো এবং জেভিয়ার স্যাঞ্চেজের সঙ্গে আবার কাজ করার সুযোগ পেয়ে ভাল লাগছে। ওরা খুব ভাল মানুষ। আমার কেরিয়ার খুব সাহায্য করেছে। আশা করছি ইস্টবেঙ্গলে ভাল মরশুম কাটবে এবং ক্লাবকে ট্রফি দিতে পারব।'
বসুন্ধরা কিংসে অস্কারের কোচিংয়ে খেলেছেন মিগুয়েল। পছন্দের প্লেয়ারকে পেয়ে খুশি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। অস্কার বলেন, 'অ্যাটাকিং থার্ডে মিগুয়েল গেম চেঞ্জার। কেরিয়ারের সেরা সময়ে রয়েছে। আশা করছি কোয়ালিটি ফুটবল উপহার দেবে এবং দলের হয়ে গুরুত্বপূর্ণ গোল করবে। দু'জন মিডফিল্ডারের পাশাপাশি একজন ডিফেন্ডারকেও সই করাল ইস্টবেঙ্গল। রিভার প্লেট অ্যাকাডেমির কেভিন সিবিলেকে লাল হলুদ জার্সিতে দেখা যাবে। স্প্যানিশ ক্লাব এসডি পনফেরাডিনা থেকে ইস্টবেঙ্গলে সই করলেন আর্জেন্টিনার ২৬ বছরের ডিফেন্ডার।

সিবিলে বলেন, 'ইস্টবেঙ্গলের মতো ঐতিহাসিক ক্লাবের অঙ্গ হতে পেরে আমি গর্বিত। আমি কলকাতায় খেলতে উৎসুক। ফ্যানদের সঙ্গে সুন্দর মুহূর্ত তৈরি করতে চাই। যা আমাদের সবাইকে গর্বিত করবে।' তিন বিদেশিকে সই করিয়ে কিছুটা স্বস্তিতে লাল হলুদ কোচ। রশিদ এবং কেভিন প্রসঙ্গে অস্কার বলেন, 'কেভিন তরুণ এবং আধুনিক সেন্টার ব্যাক। ডুয়েল জেতার পাশাপাশি ব্যাকলাইন কভার করতে সমান পারদর্শী। গতি আছে। পাসিং এবং বল কন্ট্রোল ভাল। রশিদ শক্তিশালী ডিফেন্সিভ মিডফিল্ডার। ট্যাকটিক্যালি ভাল। সাধারণত মাঝমাঠের অ্যাঙ্কার হলেও, আক্রমণেও সাহায্য করতে পারে। ওর লং রেঞ্জার ভাল।' আসন্ন ডুরান্ড কাপেই অভিষেক হবে লাল হলুদের তিন বিদেশির।
