আজকাল ওয়েবডেস্ক: খুব সম্ভবত মঙ্গলবার ১৯ আগস্ট ঘোষিত হবে এশিয়া কাপের দল। বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শুভমান গিল দলে থাকবেন কিনা তা নিয়ে একটা জল্পনা রয়েছে। আর যদি থাকেন তবে তিনি সহ অধিনায়ক হবেন কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। রিঙ্কু সিংয়ের দলে থাকা নিয়েও রয়েছে প্রশ্ন।

সূত্রের খবর, অজিত আগরকারের নেতৃত্বে নির্বাচক প্যানেল দল নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে। অনেকেই বলছেন, রিঙ্কু সিংয়ের স্কোয়াড থেকে বাদ পড়ার সম্ভাবনার কথা। তাঁকে দলে নেওয়া হবে কি না, তা নিয়ে নাকি দ্বিধায় রয়েছেন নির্বাচকমণ্ডলীর অনেকেই।

এশিয়া কাপের দল নির্বাচনের আগে দেশের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ দল বেছে নিয়েছেন। সেই দলে কারা আছেন? 

কাইফের দল- সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, শুভমান গিল, মহম্মদ সিরাজ, জীতেশ শর্মা। 

আরও পড়ুন: জীবনের প্রথম ডার্বি ছিল 'অভিশাপ', হারিয়েই গেলেন ইস্টবেঙ্গলের 'অমূল্য' ফুটবলার, কেউ কি মনে রেখেছেন তাঁকে?

এদিকে সূত্রের খবর, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (ব্যাটার–কিপার), তিলক বর্মা, অধিনায়ক সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া প্রথম পাঁচ ব্যাটার হিসেবে থাকবেন এশিয়া কাপের দলে। অন্যদিকে, শুভমান গিল, যশস্বী জয়েসওয়ালরাও ফের টি–টোয়েন্টি দলে ফিরে আসতে পারেন। সেক্ষেত্রে প্রথম একাদশে রিঙ্কুর জায়গা বেশ টলমলই মনে হচ্ছে। তাছাড়াও দলে থাকবেন শ্রেয়স আইয়ারের মতো ক্রিকেটার। এই পরিস্থিতিতে এক প্রাক্তন জাতীয় নির্বাচক পিটিআইকে বলেছেন, ‘‌আমি অন্তত রিঙ্কুর জায়গা পাকাপোক্ত দেখছি না।’‌ অনেকেই আবার মনে করছেন, রিঙ্কুর থেকে শিবম দুবে অনেক ভাল বিকল্প। প্রয়োজনে বল করার মতো দক্ষতাও রয়েছে তাঁর। রিঙ্কু দলে থাকবেন কি থাকবেন না তা জানতে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।  
গ্রুপ এ-তে রয়েছে ভারত। ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভারতের। ১৯ সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ ওমান। 

এক প্রাক্তন জাতীয় নির্বাচক সংবাদ সংস্থাকে বলেন, ''আমি অন্তত রিঙ্কুর জায়গা পাকাপোক্ত দেখছি না।’‌' অনেকেই আবার মনে করছেন, রিঙ্কুর থেকে শিবম দুবে অনেক ভাল বিকল্প। প্রয়োজনে বল করার মতো দক্ষতাও রয়েছে তাঁর। রিঙ্কু দলে থাকবেন কি থাকবেন না তা জানতে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।  

আরও পড়ুন: বীরুর পর বিস্ফোরক ইরফান পাঠানও, দল থেকে বাদ পড়ার ১৬ বছর পর কাঠগড়ায় তুললেন এই ক্রিকেটারকে