আজকাল ওয়েবডেস্ক: স্পষ্ট ছিল দেওয়াললিখন। তাই হল শেষমেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে একপ্রকার গলাধাক্কা দিয়েই সরিয়ে দেওয়া হল বাংলাদেশকে। 
বাংলাদেশের পরিবর্তে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্য়ান্ড। ভারতের মাটিতে এসে খেলতে না চাওয়ায় শেষমেশ এই পরিণতি হল বাংলাদেশের। এবার তাদের উপরে নেমে আসতে পারে আরও খাঁড়ার ঘা। আইসিসি থেকে বার্ষিক আয় হারানোর আশঙ্কা তৈরি হয়ে গেল। বড় রকমের আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে বাংলাদেশ। আইসিসি-র কাছ থেকে বার্ষিক প্রায় ৩৩০ কোটি ২১ লাখ টাকার রাজস্বের ভাগ সম্ভবত হারাতে চলেছে শাকিব আল হাসানের দেশ। আইসিসি থেকে বিসিবির বার্ষিক আয় আসে প্রায় ষাট শতাংশ। সেটা হয়তো হারাতে চলেছে বাংলাদেশ। সেই সঙ্গে ২০২৮ সাল থেকে আগামী তিন বছরের বরাদ্দও কমিয়ে দিতে চলেছে আইসিসি।

এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফ আইসিসি-কে একহাত নিয়েছেন। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার ধারাবাহিকতা ও প্রশাসনিক দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার। ইউসুফ বলেন, ''নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মিলিত দর্শকসংখ্যার প্রায় সমান সংখ্যক দর্শক রয়েছে একা  বাংলাদেশেরই। ১০টি দেশ মিলে ১৭ কোটি ৮০ লক্ষ দর্শক। বাংলাদেশের একার ১৭ কোটি ৬০ লক্ষ দর্শক।''

ইউসুফ উল্লেখ করেছেন, বাংলাদেশের দর্শক বেশি। ফলে তারা যদি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে, তা যুক্তিসঙ্গত। এখানেই বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার ধারাবাহিকতা ও শাসনের গলদ রয়েছে। 

এদিকে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছেন। তিনি জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন নকভি। সেখানেই প্রধানমন্ত্রীকে এই প্রস্তাব দিতে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। শাহবাজ রাজি হলে আইসিসিকে নিজেদের দাবি জানাবে পাকিস্তান।
এদিকে বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল অভিযোগ করেছেন, বাংলাদেশকে ভুল পথে চালিত করার পিছনে  রয়েছেন নকভি। এমনটাই ধারণা রাজীব শুক্লর।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলার পরে নকভিকে বলতে শোনা গিয়েছিল, পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের পথে। আইসিসি-র দ্বিচারিতার কথা উল্লেখ করেন নকভি। আরও জানান, পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে পাকিস্তান আদৌ বিশ্বকাপ খেলবে কিনা।

পিসিবি বলেছিল বাংলাদেশের জন্য আইসিসি হাইব্রিড মডেল অনুসরণ করতে পারে। ঠিক পাকিস্তানের জন্য যেমন হাইব্রিড মডেল রয়েছে, তেমনই বাংলাদেশের জন্য করা হোক।

রাজীব শুক্ল বলেন, ''কোনও কারণ ছাড়াই পাকিস্তান এই বিষয়ে হস্তক্ষেপ করেছে এবং বাংলাদেশকে উসকে দিয়েছে...সবাই জানে যে পাকিস্তান বাংলাদেশিদের উপর কতটা বর্বরতা করেছে, এবং এখন তারা তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে...।", শুক্ল আরও বলেন। "আমরা চেয়েছিলাম বাংলাদেশ খেলুক এবং আমরা পূর্ণ নিরাপত্তারও আশ্বাস দিয়েছিলাম, কিন্তু যেহেতু তারা এই সিদ্ধান্ত নিয়েছে, তাই শেষ মুহূর্তে পুরো সূচি পরিবর্তন করা খুব কঠিন। এই কারণেই স্কটল্যান্ডকে নেওয়া হয়।''