আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর গ্রহণ করেছেন ১২ মে। তার অভিঘাতে দেশ কাঁদছে এখনও। বোর্ডের যাবতীয় অনুরোধ দূরে ঠেলে অস্তাচলে গেলেন কোহলি।
বিদায়বেলায় ইনস্টাগ্রামে তিনি লেখেন, ''১৪ বছর আগে টেস্ট ক্রিকেটে ব্যাগি ব্লু জার্সি পরেছিলাম। সত্যি বলতে, কখনও কল্পনা করতে পারিনি এই ফরম্যাট আমাকে এতদূর এগিয়ে নিয়ে যাবে। টেস্ট ক্রিকেট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে গড়ে তুলেছে এবং আমাকে যা শিক্ষা দিয়েছে, তা সারাজীবনের সঙ্গী।''
কিন্তু কেন তিনি সরে দাঁড়ালেন? হঠাৎ অবসরের নেপথ্যের কারণ কী?
দেশের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ বলছেন, ''আমার মনে হয় বিরাট এই ফরম্যাটে আরও খেলতে চেয়েছিল। বিসিসিআই-এর সঙ্গে কিছু কথা হয়তো হয়েছে। গত ৫-৬ বছরে কোহলির ফর্ম তুলে ধরে নির্বাচকরা বলে থাকতে পারেন, তোমার জায়গা আর নেই দলে। ভিতরে যে কী হয়েছে, তা জানা যাবে না কোনওদিন। পর্দার আড়ালে আসলে যে কী হয়েছিল, তা কোনওদিন জানা যাবে না।''
তবে রঞ্জি ট্রফি খেলার ফলে অনেকের মতোই কাইফ মনে করেছিলেন আসন্ন টেস্ট সিরিজে তিনি খেলতে চেয়েছিলেন। কাইফ বলছেন, ''বোর্ড ও নির্বাচকদের থেকে যে সমর্থন পাবে বলে কোহলি ভেবেছিল, তা পায়নি শেষমুহূর্তে।''
