আজকাল ওয়েবডেস্ক: শ্রেয়স আইয়ারকে ইংল্যান্ড সফরে কেন নেওয়া হল না? দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন মহম্মদ কাইফ।
চলতি আইপিএলে দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ পারফরম্যান্স তাঁর। ঘরোয়া ক্রিকেটেও ভাল খেলেছেন। তবুও টেস্ট দলে জায়গা হচ্ছে না।
নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর জানিয়েছেন, এই মুহূর্তে শ্রেয়সের জায়গা নেই টেস্ট দলে।
এই সব দেখে বিরক্ত কাইফ। তিনি বোর্ডের দ্বিচারিতার বিরুদ্ধে সরব হয়েছেন। ইউটিউবে কাইফ বলেছেন, ''সাই সুদর্শন দুর্দান্ত খেলোয়াড়। কোনও সন্দেহই নেই। আইপিএলে দারুণ খেলার পরে ওকে টেস্ট দলে নেওয়া হয়েছে। আইয়ার বেশ কয়েকদিন ধরেই ভাল খেলছে। ২০২৩ বিশ্বকাপে শ্রেয়স ৫৫০ রান করেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রান পেয়েছে। পাঞ্জাব কিংসের হয়ে চলতি আইপিএলে ৫১৪ রান করে ফেলেছে। সেই সঙ্গে দলকে নেতৃত্বও দিচ্ছে। একদিকে একজন খেলোয়াড়কে দলে নিচ্ছো সাদা বলে পারফরম্যান্সের নিরিখে অন্য একজনকে কিন্তু তার ভিত্তিতে দলে নিচ্ছো না। এই দ্বিচারিতার কী অর্থ!''
শ্রেয়স আইয়ারের ভাগ্যটাই খারাপ। গতবার তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অথচ কেকেআর তাঁকে রিটেন করেনি। ঘরোয়া টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএলে ভাল খেলা সত্ত্বেও শ্রেয়সকে টেস্ট দলে রাখেননি নির্বাচকরা। এটাই মেনে নিতে পারছেন না কাইফ।
