আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের লড়াই নিয়ে এখন থেকেই পারদ চড়তে শুরু করে দিয়েছে।  

শোয়েব আখতারের মতো প্রাক্তন পেসার বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে  বললে কোহলি তেতে উঠবেন। হারানো ফর্ম ফিরে পাবেন বিরাট। 

এই পরিস্থিতিতে মহম্মদ আমির মনে করছেন, চ্য়াম্পিয়ন্স ট্রফিতে দুই প্রতিবেশি দেশের লড়াইয়ে এগিয়ে থাকবে পাকিস্তানই। 

মহম্মদ আমির বলছেন, ''সম্প্রতি পাকিস্তান যেরকম খেলেছে--অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছে। দক্ষিণ আফ্রিকাকেও হারিয়েছে। এটাই প্রমাণ করে তাদের শক্তি। বিশেষ করে বিদেশের মাটিতে লড়ে জেতার মতো ক্ষমতা রয়েছে পাকিস্তানের।''

আর এই সাম্প্রতিক পারফরম্যান্সের উপরে ভিত্তি করে বলা যায়, পাকিস্তানই এগিয়ে রয়েছে ভারতের থেকে। আমিরের ব্যাখ্যা, ''সাম্প্রতিক  পারফরম্যান্সের কথা মাথায় রাখলে বলা যায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানই  এগিয়ে রয়েছে। যদিও যে কোনও বড় টুর্নামেন্টে ভারতই আমার পছন্দের বাজি। কিন্তু এই ভারতীয় দল চাপে রয়েছে। সাম্প্রতিক ব্যর্থতার ফলে ভারতই চাপে রয়েছে।'' 

নির্দিষ্ট দিনে কোন দল ভাল খেলছে, তার উপরে নির্ভর করে ভারত-পাকিস্তান লড়াইয়ের ভাগ্য। তাই আমির যতই  বলুন ভারতের বিরুদ্ধে আসন্ন লড়াইয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান, ওয়াকিবহাল মহল মনে করেছে আসল দিনে যে ভাল খেলবে, নার্ভ যার সঙ্গে, ম্যাচও তার দিকেই।