আজকাল ওয়েবডেস্ক: লিভারপুল ছাড়ার সম্ভাবনা শোনা যাচ্ছিল। এখন শোনা যাচ্ছে লিভারপুলেই হয়ত থেকে যাবেন মহম্মদ সালাহ। তাঁর সঙ্গে শীঘ্রই নতুন চুক্তি হবে ক্লাবের। সূত্রের খবর, আগামী মরসুমে সালাহ অ্যানফিল্ডেই থাকবেন এব্যাপারে আশাবাদী লিভারপুল কর্তারা।
৩২ বছরের মিশরের স্ট্রাইকারের সঙ্গে এই মরসুমেই চুক্তি শেষ হচ্ছে লিভারপুলের। একইসঙ্গে চুক্তি শেষ হচ্ছে লিভারপুলের আরও দুই তারকা ভার্জিল ভ্যান ডিক ও ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের। শোনা যাচ্ছে রিয়েল মাদ্রিদের সঙ্গে কথা চলছে আর্নল্ডের। আর ভ্যান ডিক জানিয়েছেন, নতুন চুক্তি নিয়ে ক্লাবের সঙ্গে আলোচনা চলছে।
তবে সালাহ ও ভ্যান ডিকের সঙ্গে নতুন চুক্তি যে এখনও হয়নি এটা ওই সূত্রে নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, এই মরসুমে ইপিএলে এখনও অবধি সর্বোচ্চ স্কোরার সালাহ। ২৭ গোল করে ফেলেছেন। ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে এসেছিলেন। তারপর থেকে ৩৯৪ ম্যাচে ২৪৩ গোল করেছেন তিনি। এবারও প্রিমিয়ার লিগের শীর্ষে রয়েছে লিভারপুল।
লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি ২০২০ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাব জিতেছেন। ৩০ বছর পর সেবার ইপিএল জিতেছিল লিভারপুল। ক্লাবের হয়ে মোট আটটি ট্রফি জিতেছেন সালাহ।
শোনা যাচ্ছিল আফ্রিকার দু’বারের সেরা ফুটবলার সৌদি প্রো লিগে খেলতে যেতে পারেন। সেই সম্ভাবনা এখনও শেষ না হলেও লিভারপুলে থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি।
