আজকাল ওয়েবডেস্ক: এক মরশুম পরই দিল্লি ক্যাপিটালস (DC) ছাড়তে পারেন মিচেল স্টার্ক! ক্রিকবাজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অস্ট্রেলিয়ার এই তারকা পেসারকে দিল্লির সম্ভাব্য রিলিজ দেওয়া ক্রিকেটারদের তালিকায় রাখা হয়েছে, ফলে আইপিএল ২০২৬ মরশুমের আগে নতুন দলে জায়গা খুঁজতে হতে পারে তাঁকে। গত আইপিএলের আগে মেগা নিলামে ১১.৭৫ কোটি টাকায় স্টার্ককে দলে নিয়েছিল দিল্লি।

শেষ মরশুমে ১১টি ম্যাচে অংশ নিয়ে তিনি মোট ১৪টি উইকেট নিয়েছিলেন। তাঁর সেরা বোলিং ফিগার ছিল ৫/৩৫। দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট-শিকারি ছিলেন তিনি, বল হাতে দিল্লির সাফল্যে বড় ভূমিকা ছিল তাঁর। তবে স্টার্কই একমাত্র নন দিল্লির রিলিজ ক্রিকেটারদের তালিকায়। ২০২৬ সালের আইপিএলের আগে আরেক বড় নামকে ছাড়তে পারে দিল্লি ক্যাপিটালস। তিনি হলেন টি. নটরাজন।

বাঁ-হাতি এই ভারতীয় পেসারকে গত নিলামে ১০.৭৫ কোটিতে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু চোটের কারণে তিনি খেলতে পেরেছিলেন মাত্র দুটি ম্যাচ, তাও কোনও উইকেট পাননি। গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের পারফরম্যান্স ছিল মিশ্র। টুর্নামেন্ট দারুণ ভাবে শুরু করলেও শেষ কয়েকটি ম্যাচে হোঁচট খেয়ে শেষ পর্যন্ত লিগ তালিকায় পঞ্চম স্থানে শেষ করে দল।

১৪ ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করেও তারা প্লে-অফে উঠতে পারেনি। মাত্র এক পয়েন্ট বেশি নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফের টিকিট পেয়ে যায়। অন্যদিকে, ক্রিকবাজের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে চেন্নাই সুপার কিংস (CSK) পাঁচজন ক্রিকেটারকে তাদের রিলিজ তালিকায় রেখেছে। দীপক হুডা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, স্যাম কারান ও ডেভন কনওয়ে। উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনের আইপিএল অবসরের পর চেন্নাইয়ের পার্সে আরও ৯.৭৫ কোটি টাকা যোগ হয়েছে, যা নতুন মরশুমের নিলামে কাজে লাগাতে পারবে তারা।

অন্যদিকে, প্রথম বার শ্রীলঙ্কার টি–টোয়েন্টি লিগে দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটারদের। কয়েক জন ক্রিকেটারকে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার অনুমতি দিতে পারে বিসিসিআই। প্রতিযোগিতার ষষ্ঠ বছরে প্রথম বার খেলতে পারেন ভারতীয়রা।

প্রতিযোগিতা নিয়ে প্রকাশিত ক্রিকেট শ্রীলঙ্কার বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘আশা করা হচ্ছে প্রথম বারের জন্য ভারতীয় ক্রিকেটাররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ভারতের যে ক্রিকেটাররা খেলতে পারে, তাদের নাম দ্রুত প্রকাশ করা হবে। তাদের অংশগ্রহণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করবে।’

এলপিএলের টুর্নামেন্ট ডিরেক্টর সামান্থা ডোডানওয়েলা বলেছেন, ‘আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিযোগিতার সময় বেছে নিয়েছি। যাতে আন্তর্জাতিক মরসুম শুরুর আগে ক্রিকেটাররা উচ্চমানের অনুশীলন এবং যথেষ্ট প্রচার পেতে পারে।’ শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে আশাবাদী হলেও বিসিসিআইয়ের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

ফলে ভারতের কোন ক্রিকেটাররা এলপিএলে খেলবেন, তা নিয়ে সংশয় থাকছেই। নিয়ম পরিবর্তন করার ব্যাপারেও কিছু জানানো হয়নি। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগ। মোট ২৪টি ম্যাচ হবে প্রতিযোগিতায়। মোট ছ’টি দল নিয়ে হয় এলপিএল।