আজকাল ওয়েবডেস্ক: পারথ টেস্টে জিতলেও, অ্যাডিলেডে শুরুটা ভাল হল না ভারতীয় দলের। প্রথম দিনের শেষে কিছুটা চাপেই রোহিত শর্মারা। অন্যদিকে প্রথম টেস্টে আত্মসমর্পণ করলেও অ্যাডিলেডে যথেষ্ট প্রত্যয় দেখাচ্ছে অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে অজিদের রান ৮৬। এখনও ভারতের থেকে ৯৪ রানে পিছিয়ে। হাতে ৯ উইকেট। ক্রিজে রয়েছেন নাথান ম্যাক সুইনি (৩৮) এবং মার্কাস লাবুশেন (২০)। গোলাপী বলের টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশনের প্রথম এক ঘণ্টা সামলে দিতে পারলে, বড় রানের হাতছানি থাকবে অস্ট্রেলিয়ার সামনে। শুক্রবার অজিদের ইনিংসের শুরুতেই ওপেনিং জুটি ভাঙেন যশপ্রীত বুমরা। ২৪ রানে প্রথম উইকেট হারায় কামিন্সের দল। ব্যক্তিগত ১৩ রানে ফেরেন উসমান খোয়াজা। এরপর দ্বিতীয় উইকেটে ৬২ রান যোগ করে সুইনি-লাবুশেন জুটি। শত চেষ্টায়ও পার্টনারশিপ ভাঙতে পারেনি বুমরা, সিরাজ, হর্ষিতরা। অর্থাৎ, অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের শেষে ভাল জায়গায় অস্ট্রেলিয়া। কিছুটা ব্যাকফুটে ভারত। তবে দ্বিতীয় দিনের প্রথম একঘন্টায় টেস্টের গতিবিধি বোঝা যাবে।
টসে জিতে গোলাপী বলের টেস্টে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। ইনিংসের প্রথম বলেই ধাক্কা। পারথে মিচেল স্টার্ককে স্লেজিং করেছিলেন যশস্বী জয়েসওয়াল। এদিন তার বদলা নেন অজি তারকা। ইনিংসের প্রথম বলেই ফিরিয়ে দেন যশস্বীকে। এরপর জুটি বাঁধার চেষ্টা করেন কেএল রাহুল এবং শুভমন গিল। কিন্তু বেশিক্ষণ দলকে টানতে পারেনি। ৩৭ রানে আউট হন রাহুল। ৩১ করেন গিল। স্টার্কের ফাঁদে পা দেন বিরাট কোহলি। সিরিজে প্রথম টেস্টে শতরান করলেও, এদিন সুবিধা করতে পারেননি। ৭ রানে আউট হন। শুরুটা ভাল করলেও ২১ রানে ফেরেন ঋষভ পন্থ। ছয় নম্বরে নেমে ব্যর্থ রোহিত শর্মা। মাত্র ৩ রান করেন। ১০৯ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। ভারতকে আরও একটা লজ্জার হাত থেকে বাঁচান নীতিশ কুমার রেড্ডি এবং রবিচন্দ্রন অশ্বিন। শেষদিকে দু'জনেই আগ্রাসী মেজাজে খেলে রান বাড়ানোর চেষ্টা করে। অ্যাডিলেডে একাই ভারতীয় ব্যাটিংকে শুইয়ে দেন স্টার্ক। ৪৮ রানে ৬ উইকেট তুলে নেন। টেস্টে এটাই তাঁর সেরা বোলিং। এই নিয়ে মোট ১৫বার লাল বলের ক্রিকেটে পাঁচ উইকেট নিলেন স্টার্ক। প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড জোড়া উইকেট নেন। দিনের শেষে মাত্র ১ উইকেট হারানোয় সুবিধাজনক জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া।
