আজকাল ওয়েবডেস্ক: সামনে লম্বা টেস্ট মরশুম। পরপর দশটা টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। যার শুরুটা হবে ঘরের মাঠে বাংলাদেশ টেস্ট দিয়ে। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ। বছর শেষে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নামবে ভারত-অস্ট্রেলিয়া। সেই সিরিজ শুরু হতে এখনও দু'মাস বাকি। কিন্তু এখন থেকেই দামামা বেজে গেল। আবার বিরাট কোহলির বিরুদ্ধে বল করতে মুখিয়ে আছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার তারকা পেসার জানিয়ে দিলেন, কোহলির সঙ্গে দ্বৈরথ তিনি উপভোগ করেন। লাল বলের ক্রিকেটে ১৯ বার মুখোমুখি হয়েছে দুই তারকা। টেস্টে বাঁ হাতি পেসারকে টেক্কা দিয়েছে বিরাট। স্টার্কের বিরুদ্ধে তাঁর রান ২৯১। গড় ৫৯.০০। মাত্র চারবার ভারতের অন্যতম সেরা ব্যাটারের উইকেট নিতে সক্ষম হয়েছেন অজি স্পিডস্টার। অর্থাৎ, হেড টু হেডে এগিয়ে কোহলি। তাসত্ত্বেও ভারতীয় তারকাকে বল করতে পছন্দ করেন আধুনিক ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা পেসার। স্টার্ক বলেন, 'আমি বিরাট কোহলির সঙ্গে লড়াই উপভোগ করি। কারণ আমরা একে অপরের বিরুদ্ধে প্রচুর খেলেছি। আমাদের মধ্যে লড়াই দেখার মতো। আমি ওকে একবার বা দুবার আউট করেছি। আমার বিরুদ্ধে ও বেশ কিছু রান করেছে। তাই সবসময় আমাদের লড়াইটা উপভোগ্য।'
ভারতের মাটিতে কোহলি তারকা পেসারকে টেক্কা দিলেও, অস্ট্রেলিয়ায় লড়াইটা মোটেও সহজ হবে না। তবে শুধুমাত্র বিরাট-স্টার্ক দ্বৈরথ নয়, গ্লেন ম্যাক্সওয়েল মনে করেন, এই সিরিজে নজর থাকবে স্টিভ স্মিথের ওপরও। ম্যাক্সওয়েল বলেন, 'টেস্ট ক্রিকেটে আধিপত্য বিস্তার করে বিরাট কোহলি এবং স্টিভ স্মিথ। দুই সুপারস্টার ব্যাটার সিরিজে পার্থক্য গড়ে দিতে পারে। দু'জনের মধ্যে একজন প্রচুর রান পাবে। আবার দু'জনও পেতে পারে। আমাদের প্রজন্মের দুই অন্যতম সেরা ক্রিকেটারের একে অপরকে টেক্কা দেওয়া দেখার জন্য মুখিয়ে আছি।' ২২ নভেম্বর পারথে শুরু হবে বর্ডার-গাভাসকর সিরিজ।
