আজকাল ওয়েবডেস্ক: সাদা বলের কোচ হিসেবে মাইক হেসনকে বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে লাল বলের কোচ হিসেবে মিসবা উল হককে চাইছে পিসিবি।
জিও নিউজ সূত্রে খবর, মিসবাকে কোচ করা প্রায় চূড়ান্ত করে ফেলেছে পিসিবি। তবে সরকারি ঘোষণা এখনও হয়নি। তবে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি ইতিমধ্যেই মিসবাকে অভিনন্দন জানিয়ে দিয়েছেন। এক্স হ্যান্ডলে বাসিত আলি লিখেছেন, ‘টেস্ট দলের কোচ মিসবা উল হককে অনেক অনেক অভিনন্দন।’
এটা ঘটনা মাইক হেসন সাদা বলের কোচ নিযুক্ত হওয়ার আগেই বাসিত আলি এক্স হ্যান্ডলে জানিয়েছিলেন, হেসনই কোচ হতে চলেছেন। তাই বাসিত আলির কথাকে এবার বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। এবারও তিনি আগেভাগেই মিসবাকে অভিনন্দন জানিয়ে দিয়েছেন।
এটা ঘটনা টেস্টে পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার ছিলেন মিসবা। সাদা বলের ক্রিকেটেও মিসবা বহু ম্যাচে পাকিস্তানকে উতড়ে দিয়েছেন। এদিকে পিসিবি পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগেই কোচিং স্টাফে রদবদল করে ফেলতে চাইছে। সাদা বলের কোচ হিসেবে মাইক হেসনকে নিয়ে আসা হয়েছে। এবার লাল বলের পালা? সেখানে এবার শোনা যাচ্ছে মিসবার নাম। তবে সরকারি ঘোষণা এখনও হয়নি।
