আজকাল ওয়েবডেস্ক: পরপর দু’ম্যাচ হারের পর ঘরের মাঠে সোমবার কলকাতার বিরুদ্ধে নামছে মুম্বই। ছন্দ ফিরে পেতে তাদের লক্ষ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারানো। আইপিএলের চলতি মরশুমে এটাই ওয়াংখেড়েতে প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টানা দুই হারে শুরুটা খুব একটা ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। ভুগতে হয়েছে বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং তিন বিভাগেই।

 

জসপ্রীত বুমরার অনুপস্থিতি এবং দলের সিনিয়র খেলোয়াড়দের অফ-ফর্ম নিয়ে চিন্তায় মুম্বই শিবির। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে বিশাল ব্যবধানে ছন্দে ফিরেছে। জানা যাচ্ছে, তারকা স্পিনার সুনীল নারিন এই ম্যাচে দলে ফিরতে চলেছেন যা কেকেআর শিবিরে বড় স্বস্তির খবর। ওয়াংখেড়ে স্টেডিয়াম বরাবরই ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। ছোট বাউন্ডারি এবং লাল মাটির পিচ পছন্দ করে থাকেন ব্যাটাররা।

 

পাশাপাশি, রাতের দিকে শিশির পড়ার কারণে দ্বিতীয় ইনিংসে বোলারদের জন্য বোলিং করা আরও কঠিন হয়ে পড়ে। ফলে, টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারেন দুই দলের অধিনায়করাই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ম্যাচ চলাকলীন তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে খেলা এগোনোর সঙ্গে সঙ্গে তা কিছুটা কমবে। ম্যাচ চলাকালীন আর্দ্রতা ৩৯ থেকে ৫২ শতাংশের মধ্যে ওঠানামা করবে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দর্শকরা পুরো ম্যাচ উপভোগ করতে পারবেন।