আর একদিন পরেই ইউনিয়ন বাজেট। সেদিকেই এখন নজর সব পক্ষের। ভারতের ঘরোয়া অর্থনীতির দিকে সকলের নজর থাকবে। সেখানে দৈনন্দিন জীবনের মূল্যবৃদ্ধির দিকটি নিয়ে চিন্তাভাবনা করা হবে।
2
8
অন্যদিকে উঠতি বাণিজ্য নীতির দিকেও নজর থাকবে এই আর্থিক সমীক্ষা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেটের গতি এখান থেকেই অনেকটা স্পষ্ট হয়ে যাবে।
3
8
এসবের মাঝেই অবশ্যই নজরে করছাড়ের পর মধ্যবিত্ততের আদেউ সুরাহা হয় কি না সেই বিষয়টি। এই বাজেটের করছাড়ের বিষয়ে কোন কোন খাতে, কী আশা মধ্যবিত্তের? ছলতি বছরে ভারতের অর্থনীতি প্রায় ৭.৪% হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে ।
4
8
সমীক্ষার তথ্য, বহু করদাতা আয়কর কাঠামোর বাস্তব উন্নতি চান যা সরলতা বজায় রেখে দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনাকে সমর্থন করে, যার মধ্যে রয়েছে গৃহ ঋণের সুদের জন্য বিস্তৃত ছাড় এবং অবসরকালীন সঞ্চয় বিকল্পে বৈচিত্র।
5
8
অন্যদিকে, শিল্পখাতে আশা রয়েছে একাধিক বিষয়ে। শিল্প উৎপাদন এবং বিনিয়োগের স্থিতিশীলতা দেখে, সংস্থাগুলি এমন নীতিমালা খুঁজছে যা মূলধন গঠনকে শক্তিশালী করে, সম্মতি সহজ করে এবং অবকাঠামোগত ব্যয় সম্প্রসারণ করে।
6
8
কৃষি ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতগুলি ক্রমাগত ঋণ সহায়তা, ঝুঁকি হ্রাসের সরঞ্জাম এবং উৎপাদনশীলতা এবং আয় বৃদ্ধির জন্য গ্রামীণ অবকাঠামোতে বিনিয়োগের সুবিধার আশা করছে এই ইউনিয়ন বাজেট থেকে।
ফিনান্সিয়াল মার্কেট এবং ব্যাঙ্কিং সেক্টরগুলিরও বড় আশা রয়েছে এই ইউনিয়ন বাজেট থেকে। সমীক্ষার তথ্য, বাজার আশা করছে সঞ্চয় ইক্যুইটি এবং মিউচুয়াল ফান্ডে স্থানান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে, লিকিউডিটিকে আরও গভীর করে এবং মূলধনের ব্যয় হ্রাস করে, এমন কিছুর।