বিশ্ব উষ্ণায়ন যে কতবড় প্রভাব ফেলতে পারে তার উদারহরণ এবার সকলের সামনে। যেভাবে লা নিনা নিজের খেলা দেখাল তার থেকে বেরিয়ে আসতে পারলেন না দক্ষিণ আফ্রিকার মানুষরা।
2
9
এই এলাকায় ভয়াবহ বৃষ্টি হয়েছে। একেবারে পরিষ্কার আকাশ থেকে সেখানে কালো মেঘের উদয়। তারপরই এখানে নামে প্রচুর বৃষ্টি।
3
9
পরিবেশবিদরা একে লা নিনার বিরাট প্রভাব হিসেবেই জানিয়েছেন। হঠাৎ করে এই সময়ে যেভাবে বৃষ্টির দাপট হয়েছে তাতে অনেকেই শঙ্কিত।
4
9
এই ভয়াবহ বৃষ্টির ফলে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ের মানুষরা প্রায় জলবন্দি। তাদের কাছে পর্যাপ্ত ত্রাণ না যাওয়ার কারণে তারা আরও বেশি চিন্তিত।
5
9
বিশ্ব আবহাওয়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এটি একেবারেই লা নিনার ফসল। একদিকে যেখানে আমেরিকাতে প্রবল তুষারঝড়ে বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে সেখানে বিশ্বের এই প্রান্তে বৃষ্টির দাপট চলছে।
6
9
পূর্ব প্রশান্ত মহাসাগর থেকে এই এলাকার পরিবেশে বড় ধরণের বদল ঘটেছে। ফলে বিশ্বের একদিকে যেখানে প্রবল তুষারপাত অন্যদিকে সেখানে জলের প্রভাবে জনজীবন ব্যতিব্যস্ত।
7
9
এমনিতেই বিশ্বের বিভিন্ন প্রান্তে শীত এবং বৃষ্টির ওপর নিজের খেলা দেখিয়েছে লা নিনা। সামনের গরমে এই প্রভাব অনেকটা নিজের খেলা দেখাবে।
8
9
বিশ্ব উষ্ণায়নের প্রভাবে প্রশান্ত মহাসাগরের তীরবর্তী দেশগুলিতে অনেক বেশি প্রভাব পড়েছে। সেখানে আগামী কয়েক বছরে আবহাওয়াতে বড় ধরণের পরিবর্তন ঘটতে চলেছে।
9
9
লা নিনার পর আসবে এল নিনো। তার জেরে গরমের দাপট অনেকটা বাড়বে। এশিয়ার বিভিন্ন দেশগুলিতে সেখানে গরমের মাত্রা অতিরিক্ত হবে সেকথা আগাম জানিয়ে রাখলেন পরিবেশবিদরা।