আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা ঘিরে জল্পনা ও ঠাট্টা দুটোই ক্রমশ জোরালো হচ্ছে। আইসল্যান্ডের পর এবার সেই পিসিবিকে ট্রোল করার দলে নাম লিখিয়েছে উগান্ডাও।

উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখা হয়েছে, টুর্নামেন্টে যদি কোনও শূন্যস্থান তৈরি হয় তাহলে তারা খেলতে প্রস্তুত।

বৃহস্পতিবার উগান্ডা ক্রিকেটের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি রসিকতাপূর্ণ পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, ‘যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনও আসন খালি হয়, উগান্ডা প্রস্তুত। ব্যাগ গোছানো, পাসপোর্ট তৈরি। আর রইল চাপের কথা? আমরা চ্যালেঞ্জের জন্য তৈরি।’

তবে উগান্ডার এই রসিকতামূলক পোস্টের পিছনে রয়েছে গুরুতর রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপট। বাংলাদেশ ইতিমধ্যেই ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ আইসিসি নিরাপত্তাজনিত কারণ যথেষ্ট নয় বলে খারিজ করায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সেই সিদ্ধান্তের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানও টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে পুনর্বিবেচনা করছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে।

উগান্ডার আগেই বিষয়টি নিয়ে ট্রোল করেছিল আইসল্যান্ড ক্রিকেট। তারা ভাইরাল হয়ে যায় এই বলে যে, আগে থেকে জানালে তারা পাকিস্তানের জায়গা নিতে প্রস্তুত। সেই পোস্টে প্রচুর লাইক এবং কমেন্ট পড়েছে।

এমনকী, আইসল্যান্ড ক্রিকেট অ্যাকাউন্ট থেকে কলম্বোগামী বিমানের বাড়তে থাকা ভাড়ার স্ক্রিনশট শেয়ার করে আইসিসিকে আরও ‘টিজ’ করা হয়।

আইসল্যান্ড ক্রিকেট সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে রসিকতা করে জানায়, পাকিস্তান যদি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তাহলে তারা প্রস্তুত বদলি দল হিসেবে নাম লেখাতে।

আইসল্যান্ড ক্রিকেটের পোস্টে লেখা হয়, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাকিস্তানের দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার। যদি তারা ২ ফেব্রুয়ারি সরে দাঁড়ায়, আমরা সঙ্গে সঙ্গে রওনা দিতে প্রস্তুত। যদিও ৭ ফেব্রুয়ারির আগে কলম্বো পৌঁছানোর ফ্লাইটের সূচি বড়ই ঝামেলার। আমাদের ওপেনার তো অনিদ্রায় ভোগে!’

পোস্টের সঙ্গে কেফলাভিক থেকে কলম্বো যাওয়ার পরিকল্পনার একটি স্ক্রিনশটও শেয়ার করা হয়। যা শেষ মুহূর্তে ডাক পাওয়ার ‘লজিস্টিক্যাল’ জটিলতাকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরে।

এদিকে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, সব বিকল্পই খোলা রয়েছে এবং শুক্রবার অথবা আগামী সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার আইসিসির সিদ্ধান্তের বিরোধিতা করছে পাকিস্তান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের মাটিতে নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে খেলতে অস্বীকার করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, পাকিস্তান ২০ দলের এই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছে। ঘোষিত দলটি প্রায় একই, যেটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে, মাত্র একটি পরিবর্তন ছাড়া।