আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবলে ফের উঠে আসছে নতুন এক উজ্জ্বল প্রতিভা। যিনি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি হলেন ওয়েন্ডেসন ওয়ান্ডারলে সান্তোস দে মেলো। তিনি মূলত পরিচিত ডেল নামে। ১৭ বছর বয়সেই ক্লাব ও জাতীয় দলের জন্য দারুণ খ্যাতি অর্জন করেছেন।
জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেল ব্রাজিলের বাহিয়া ক্লাবে সিনিয়র দলের হয়ে ডেবিউ করেন। তবে তিনি ইতিমধ্যেই ক্লাবের অ্যাকাডেমিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ২০২৩ সালে তিনি আন্ডার-১৭ দলে ৩৪ ম্যাচে ৪০ গোল করেন।
পরের বছর বাহিয়ার প্রথম বাইয়ানো চ্যাম্পিয়নশিপ জয়ের সময় ২১ ম্যাচে ১২ গোল করেন। অসাধারণ গোল করার ক্ষমতার কারণে ডেল ধীরে ধীরে ‘সের্তাও’র হালান্ড’ নামে পরিচিত হয়ে ওঠেন ফুটবল মহলে। নর্থ-ওয়েস্ট ব্রাজিলের এই অঞ্চল থেকে তিনি উঠে এসেছেন।
যুব দলের জন্যও তাঁর ডাক পড়েছে বলে জানা গিয়েছে। ২০২৪ সালের অনুর্ধ্ব-১৫ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপে চারটি গোল ও দুটি অ্যাসিস্ট করে তিনি গোল্ডেন বুট জিতেছিলেন।
আরও পড়ুন: চোটের কবলে ম্যাক্সওয়েল, এবার অন্য ভূমিকায় অজি তারকা
জানা গিয়েছে, এখন নভেম্বর মাসে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলবেন ডেল, মার্চে অনুর্ধ্ব-১৭ বিভাগে ব্রাজিলকে শিরোপা জেতানোর পর। ডেলের অসাধারণ প্রতিভা ও গোলদানের ধারাবাহিকতার কারণে বাহিয়া ক্লাব তাঁকে ধরে রাখার জন্য ২০২৭ পর্যন্ত প্রফেশনাল কন্ট্র্যাক্টে ৮৭ মিলিয়ন রিলিজ ক্লজ রেখেছে।
ডেল নিজেও ইউরোপে খেলতে আগ্রহী এবং তাঁর এজেন্ট জুলিয়ানো বের্তোলুচি। একাধিক ব্রিটিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, প্রিমিয়ার লিগের অন্যতম বড় ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি ডেলকে সই করাতে আগ্রহী।
সিটি ফুটবল গ্রুপ বাহিয়ার ৯০% অংশ নিয়েছে, তাই দুই ক্লাবের মধ্যে চুক্তি করা তুলনামূলকভাবে সহজ হতে পারে। এছাড়া এসি মিলানও এই তরুণ তুর্কির ওপর নজর রেখেছে, তবে সিটির সম্ভাবনা বেশি বলা হচ্ছে।
১৭ বছর বয়সেই ব্রাজিলের ফুটবল বিশ্বের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের এক, ডেল, ইতিমধ্যেই অনেকে তাঁকে ভবিষ্যতের হালান্ড হিসেবে আখ্যায়িত করেছেন। এখন তিনি বিশ্ব ফুটবলে কতটা নজর কাড়তে পারেন সেদিকেই নজর সকলের।
