আজকাল ওয়েবডেস্ক: ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০ বছর পূর্তি। মুম্বই ক্রিকেট সংস্থা নিল অভিনব উদ্যোগ। মাঠের পরিচর্যার দায়িত্বে থাকা ১৭৮ জন গ্রাউন্ডসম্যানকে উপহার দিল সংস্থাটি। দেওয়া হল বেশ কিছু গৃহস্থালির সামগ্রী। তার মধ্যে রয়েছে পাঁচ কেজি করে চাল, ডাল, গম। দেওয়া হয় মেডিক্যাল এবং হাইড্রেশন কিট সহ মিক্সার গ্রাইন্ডার। এছাড়া ব্যাক–প্যাক, মিনি কিট ব্যাগ ও কোমরে রাখার ব্যাগ দেওয়া হয়েছে। দেওয়া হবে চায়ের পাতা ও কেটলি। তোয়ালে ও ন্যাপকিনও থাকবে গ্রাউন্ডসম্যানদের জন্য। এছাড়া কলম, নোটপ্যাড, বিছানার চাদর, বালিশ উপহার হিসেবে দেওয়া হয়েছে। এছাড়া টি–শার্ট, ট্র্যাক প্যান্ট, শর্টস, মোজা, জুতো, ফ্লিপ–ফ্লপ, জ্যাকেট, সানগ্লাস, ক্যাপ এবং টুপি। টুথব্রাশ, টুথপেস্ট, সাবান, চুলের তেল, চিরুনি, কম্বল, ছাতা, রেইনকোট, বাসনপত্র, সানস্ক্রিন এবং সিপার বোতলও গ্রাউন্ডসম্যানদের দেওয়া হয়েছে।
এক সপ্তাহ ধরে এই অনুষ্ঠান চলছে। সমাপ্তি অনুষ্ঠান হবে ১৯ জানুয়ারি। জানা গেছে, ওয়াংখেড়েতে প্রথম শ্রেণির ম্যাচ খেলা প্রথম (১৯৭৪–৭৫) মুম্বই দলের জীবিত আট সদস্যকে দশ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। বুধবারই এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সেই তারকাদের মধ্যে আছেন সুনীল গাভাসকার, কারসন ঘাউড়ি, পদ্মাকর শিভালকার, ফারুখ ইঞ্জিনিয়ার, অজিত পাই, মিলিন্দ রেগে, আবদুল ইসমাইল, রাকেশ ট্যান্ডন। যদিও পাঁচ জন অনুষ্ঠানে ছিলেন উপস্থিত। সবাইকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া সংবর্ধিত করা হয়েছে ১৯৭৫ সাল থেকে এখনও অবধি দায়িত্বে থাকা মুম্বই ক্রিকেট সংস্থার আধিকারিকদের।
