আজকাল ওয়েবডেস্ক: এস্তাদিও সান্তিয়াগো বার্নাবাউতে ম্যাঞ্চেস্টার সিটিকে ধূলিসাৎ করে দেওয়ার পর কিলিয়ান এমবাপ্পের জয়জয়কার করছেন ভক্তরা। গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করে লস ব্লাঙ্কোসকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পৌঁছে দিলেন কিলিয়ান। বুধবার রাতে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ৩-১ গোলের জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। এই জয়ে ইউরোপীয় মঞ্চে ফের শিরোপার দাবিদার হিসেবে নিজেদের শক্ত অবস্থান জানান দিল অ্যান্সেলত্তির শিষ্যরা।  

 

রিয়াল মাদ্রিদের জার্সি পরার স্বপ্ন এমবাপ্পে বহুদিন ধরেই দেখেছেন। ক্লাবের হয়ে প্রথম দিকে কিছুটা সময় নিতে হলেও, ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। খেলার মাত্র চতুর্থ মিনিটেই গোলের খাতা খুলে দেন এমবাপ্পে। ৩৩তম মিনিটে ম্যান সিটির রক্ষণের ভুল কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এই ফরাসি তারকা। দ্বিতীয়ার্ধের ৬৬তম মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক, যাতে আরও চাপে পড়ে যায় গুয়ার্দিওলার দল।

 

ম্যান সিটির নতুন সাইনিং নিকো গঞ্জালেজ ইনজুরি টাইমে একটি গোল করলেও হার বাঁচাতে পারেনি ইপিএলের দলটি। ম্যাচের পর এমবাপ্পের প্রসঙ্গে অ্যান্সেলত্তি বলেন, ‘সকলেই তার হ্যাটট্রিকের জন্য অপেক্ষা করছিল, অবশেষে সেটি এসেছে। এমবাপ্পের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছোঁয়ার ক্ষমতা রয়েছে। তবে তার জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। রোনাল্ডো যে মান তৈরি করেছেন তা অনেক উঁচু।

 

তবে আমি মনে করি, এমবাপ্পের যোগ্যতা এবং ক্লাবের প্রতি আবেগ তাঁকে ক্রিশ্চিয়ানোর পর্যায়ে নিয়ে যেতে পারে, যদিও কাজটা মোটেই সহজ নয়’। রোনাল্ডোর অসাধারণ কেরিয়ারের সঙ্গে তুলনা করলেও অ্যান্সেলত্তির মতে, এমবাপ্পে নিজেও সান্তিয়াগো বার্নাব্যুতে আধিপত্য গড়ে তোলার সামর্থ্য রাখেন। তাঁর বিদ্যুৎগতিতে দৌড়, নিখুঁত ফিনিশিং এবং বড় ম্যাচে গোল করার মানসিকতা ইতিমধ্যেই প্রমাণ করেছে, কী কারণে রিয়াল মাদ্রিদ বছরের পর বছর ধরে তাঁকে দলে নেওয়ার চেষ্টা করেছে।