আজকাল ওয়েবডেস্ক: নেইমারের পরিবর্তে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! আগামী জানুয়ারিতে কি এমনই ছবি দেখা যাবে সৌদি আরবে? 

সৌদি আরবের পত্রপত্রিকায় জোর খবর, আল হিলাল ছেড়ে দিতে পারে নেইমারকে। ব্রাজিলিয়ান তারকার পরিবর্তে আল নাসেরের দল ভাঙাতে পারে আল হিলাল। নেইমারের শূন্যস্থান পূরণ করার জন্য আল নাসের থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আনতে পারে আল হিলাল। 

প্যারিস সাঁ জাঁ থেকে আল হিলালে আসেন নেইমার। কিন্তু সৌদি ক্লাবের হয়ে সময়টা ভাল যায়নি ব্রাজিলীয় তারকার। মাত্র সাতটি ম্যাচ খেলেছেন তিনি। চোটের জন্য এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। এক বছর পরে মাঠে ফিরে ফের চোট তাঁকে ছিটকে দেয় এক মাসের জন্য। ফলে আল হিলাল চাইছে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করতে।

নেইমারকে ছেড়ে তাঁর সমগোত্রীয় বা তাঁর থেকে ভাল মানের কাউকে খুঁজছে আল হিলাল। এই নিরিখে বিচার করলে নেইমারের জায়গা নেওয়ার জন্য রোনাল্ডোই আদর্শ। সেই কারণে আল হিলাল অর্থের প্রলোভন দেখিয়ে রোনাল্ডোকে আল নাসের থেকে ভাঙাতে চায়। শেষ পর্যন্ত কী হবে, তার উত্তর দেবে সময়।

নেইমার যেমন চোটের জন্য আল হিলালে সার্ভিস দিতে পারেননি, রোনাল্ডো নিজে গোল করেলও  আল নাসেরকে ট্রফি দিতে পারেননি। মরুশহরে এই দলবদল হলে তা সবচেয়ে আকর্ষণীয় হবে। আপাতত সৌদির ফুটবলের দিকেই নজর বিশ্বের।