আজকাল ওয়েবডেস্ক:‌ যত কাণ্ড পাকিস্তানে। ১১ এপ্রিল অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বড় বিপত্তি। যে দুই দলের উদ্বোধনী ম্যাচ খেলার কথা ছিল, সেই দুটি দল ছিল ইসলামাবাদের সেরেনা হোটেলে। আচমকাই হোটেলের ছয় তলায় আগুন লেগে যায়। ক্রিকেটাররা উদ্বিগ্ন হয়ে পড়েন। জেলা প্রশাসনের তরফে জানানো হয়, হোটেলের একেবারে টপ ফ্লোরে আগুন লেগেছিল। কিন্তু দমকলের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আনা হয়। হোটেলের কর্মী, অতিথি কিংবা ক্রিকেটারদের কোনও ক্ষতি হয়নি। সবাইকেই সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে।

পিএসএলের সিইও সলমন নাসির বলেছেন, ‘‌ক্রিকেটার কিংবা ফ্রাঞ্চাইজি কর্তাদের কোনও ক্ষতি হয়নি। সবাই সুরক্ষিত আছেন। দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। হোটেলের বড় কোনও ক্ষতিও হয়নি।’‌


শুক্রবার অগ্নিকাণ্ডের খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকলের ছ’‌টি ইঞ্জিন। সঙ্গে ছিলেন ৫০ জন দমকলকর্মী। আধঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 
এদিকে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার। খেলা হয় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। ম্যাচটি আট উইকেটে জিতে নেয় ইসলামাবাদ।