আজকাল ওয়েবডেস্ক: আমি ওদের থেকে ভাল লড়তে পারতাম। প্যারিস অলিম্পিকে ভারতীয় বক্সারদের হতশ্রী পারফরম্যান্স দেখার পরে গর্জে উঠলেন ৪১ বছর বয়সী মেরি কম। 

প্যারিসে ছ' সদস্যের দল পাঠিয়েছিল ভারত। কিন্তু একজনও পদক আনতে পারেননি। চল্লিশোর্ধ্ব মেরি কম প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারেননি বয়সের জন্য। মেরি বলছেন, ''ভিতর থেকে আহত হয়েছি। কোনও উন্নতি নেই। প্যারিস অলিম্পিক অত্যন্ত হতাশাজনক। সব বক্সাররা ধুয়ে মুছে সাফ হয়ে গেল। ওদের পারফরম্যান্স হজম করতে পারিনি। আমি যদি যেতাম, ওদের থেকে ভাল লড়তে পারতাম।'' 

২০০৮ সালে বেজিং অলিম্পিকে বিজেন্দর সিং প্রথম ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জেতেন। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে মেরি কম ব্রোঞ্জ পান। ২০২০ সালে টোকিও অলিম্পিকে লভলিনা বরোগোঁহাই ব্রোঞ্জ পদক পান। কিন্তু এবার চূড়ান্ত ব্যর্থ হন ভারতীয় বক্সাররা।

মেরি বলছেন, ''আমি এখনও ট্রেনিং করি। এখনও নিজের ফিটনেস নিয়ে চিন্তিত। এখনও মনে করি প্রথম এক বা দুই রাউন্ড আমাকে কেউ ছুঁতে পারবে না। এটাই স্পিরিট। এখনকার বক্সারদের আত্মবিশ্বাসটাই নেই। বয়সের সীমা কেন রয়েছে, তা ভাবতে বসলে আমি ব্যথিত হই। আমার মধ্যে এখনও খিদে রয়েছে।''

মেরি কমের মধ্যে এখনও পদকের খিদে রয়েছে, জেতার ইচ্ছা রয়েছে। এখনকার বক্সারদের মধ্যে তার ছিটেফোঁটাও নেই।