আজকাল ওয়েবডেস্ক: ভারতের হেড কোচ হিসেবে শুরুটা ভাল হয়নি গৌতম গম্ভীরের। শ্রীলঙ্কা সফর দিয়ে হাতেখড়ি হয় কেকেআরের প্রাক্তন মেন্টরের। ৩-০ তে টি-২০ সিরিজ জিতলেও তিন ম্যাচের একদিনের সিরিজ হারে টিম ইন্ডিয়া। তারপর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ অনায়াসেই জেতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তেমনই প্রত্যাশা ছিল। কিন্তু উলট-পুরান। সম্পূর্ণ বিপরীত ঘটে। এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে সিরিজ পকেটে পুরে নেয় কিউয়িরা। তারমধ্যে রয়েছে ৪৬ রানে লজ্জার রেকর্ড। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। গম্ভীর জমানার শুরুতেই বেশ কয়েকটা লজ্জার রেকর্ডের সম্মুখীন হতে হয়েছে। চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
২৭ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ হারে টিম ইন্ডিয়া। ৩৬ বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট হারে ভারত। মোট ১২ বছর পর দেশের মাটিতে কিউয়িদের কাছে সিরিজ হার। রোহিতদের কাছে তৃতীয় টেস্টে জেতার আর্জি জানান আকাশ চোপড়া। জানান, গম্ভীর যুগের শুরুতেই বেশ কয়েকটা খারাপ রেজাল্টের সাক্ষী থাকতে হয়েছে। এই প্রসঙ্গে আকাশ চোপড়া বলেন, 'এই টেস্ট জেতার অনুরোধ করব। কারণ এর সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পয়েন্ট জড়িয়ে আছে। এই ম্যাচ জিতলে ৩৩ শতাংশ পয়েন্ট পাওয়া যাবে। গৌতম গম্ভীরের জমানায় ইতিমধ্যেই কয়েকটা খারাপ রেকর্ড তৈরি হয়েছে। আর কোনও রেকর্ড হোক আমরা চাই না। সিরিজ এখনও শেষ হয়ে যায়নি। এখনও দুটো দিক খেয়াল রাখতে হবে। আমরা কোনওদিন ঘরের মাঠে ৩-০ তে সিরিজ হারিনি। একবার দু'ম্যাচের সিরিজে আমরা হোয়াইটওয়াশ হয়েছিলাম। তবে তিন ম্যাচের সিরিজে কখনও হয়নি। এবার আমরা সেই রেকর্ড ভাঙার কিনারায়। এটাও ভেঙে দিও না।' ভারতের প্রাক্তনী রোহিতদের কাছে অনুরোধ রাখলেও, শেষপর্যন্ত সেটা হবে কিনা সন্দেহ রয়েছে। নিউজিল্যান্ডকে ২৩৫ রানে অলআউট করার পর আবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া।
